পাতা:ভারতী ১২৮৪.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.

स्नान, রীতি ও हश्ञाछी नडाला। দিবার জন্য নানাবিধ ব্যবস্থা করিয়া | बाय । কাপ্তেন উইলিয়াম্স বলেন যে, এ বিষয়ে তাহাদিগের চরিত্র ও আচরণ জাদশ-স্বরূপ বলা যাইতে পারে। তাহারা কেবল যে স্বীয় স্ত্রীপুত্রগণকেই তাহাদিগের আয়ের অধিকাংশ দেয় এরূপ নহে ; তাহাদিগকে তো দিতেই হইবে।” কিন্তু তাহাদিগের মধ্যে অনেকে স্বীয় ৰূদ্ধ পিতামাতা ও দরিদ্র আত্মীয় স্বজনকেও স্বেচ্ছাপূর্বক প্রফুল্লচিত্তে সাহায্য করে। তাহার পিতামাত আত্মীয় স্বজনকে এত অধিক দান করে যে, বিদেশ-যাত্রাকালে পাছে তাহারা নিজে অর্থাভাবে কষ্ট পায় এই জন্য গভর্ণমেণ্টকে সময়ে সময়ে তাহাদের আয়-ব্যয়ে হস্ত-ক্ষেপ করিতে হয়। বঙ্গদেশ,বোম্বাই, মাদ্রাজ, এই তিন স্থানের সৈন্যগণের মধ্যেই এই রূপ সদ্ব্যবহার লক্ষিত হয় । 娜 শিষ্টাচার হিন্দুচরিত্রের আর একটা প্রধান লক্ষণ। সর জন ম্যালকম বলেন— ভারতবর্ষবাসীগণ সকল জাতি অপেক্ষা | অধিক শিষ্টাচারী। তাহারা প্রায় কখনই শিষ্টাচারের ব্যতিক্রম করে না। তাহা দিগের সহিত সাক্ষাৎ করিতে গিয়। প্রথমেই কাজকর্মের প্রসঙ্গ উপস্থিত করা শিস্টা ভদ্রের সহিত কথোপকথনে উপস্থিত ।

  • প্রধান সেনাপতি সর, চার্লস নেপিয়রের কালে কোন সৈনিক পুরুষ তাহার বিলাতন্থ মাতাকে আপনার বেতনের কিয়দংশ প্রতিমাসে প্রেরণ করাত্তে প্রধান সেনাপতি এই আচরণ অমুকরণ-যোগ্য বলিয়া

সাধারণ সৈন্য সমীপে ঘোষণা করিয়া দিয়াছিলেন। কিন্তু এরূপ আচরণ ভারতবর্ষীয়দিগের সম্বন্ধে আশ্চ চার-বিরুদ্ধ। পরিবারস্থ স্ত্রীলোকদিগের বিষয়, অভিজাত্য বা ব্যক্তিগত কোন | বিশেষ অভ্যাস বা রীতি নীতির কথা, করিতে নাই ; পরিচ্ছদ বা কোন কুটুম্বের মুখশ্ৰী লইয়া কোন কথা বলা রূঢ়ত বলিয়া প্রসিদ্ধ। সম্মুখে অলঙ্কার, অশ্ব, হস্তী, প্রভৃতি যান বাহনের প্রশংসা করিলে বক্তাকে নম্রভাবে নিরস্ত করিয়া দেওয়া একটি শিষ্টাচারের নিয়ম। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন আমরা কেমন । উদারতা-সহকারে এতদেশীয়দিগের প্রতি নিগর, এই ঘৃণা-ব্যঞ্জক শব্দটি অকাতরে | প্রয়োগ করিয়া থাকি । - প্রসিদ্ধ পার্সি পোত-নিৰ্ম্মাতা জ্যাম্ সেটুজি এই নিগর শব্দ প্রয়োগ লইয়া একটি যে তীব্র শ্লেষ-পূর্ণ উত্তর দিয়াছিলেন, জেনেরাল ব্রিগস তাহার উল্লেখ করেন। জ্যাম্সেটুজি একজন সামান্য ছুতার মিস্ত্রী হইতে পোত-নিৰ্ম্মাতার পদে আরোহণ করিয়াছিলেন। তিনি একমাত্র এতদেশীয়দিগের কায়িক শ্রমের সাহায্যে রয়াল নেভির জন্য একটি জাহাজ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । ঐ জাহাজ ভাসাইবার যোগ্য । হুইলে, তিনি প্রাদেশিক শাসনকর্তা ও । তাহার অনুচরগণ এবং নৌ-বিভাগের কৰ্ম্মচারিগণকে নিমন্ত্রণ করেন। জ্যাম সেটুজি নিমন্ত্রিতদিগের জন্য সমস্ত আয়োজন করিতে করিতে জাহাজের চতুর্দিকে ভ্রমণ করিতে লাগিলেন এবং গৰ্ব্ব ও সন্তোষ স