পাতা:ভারতী ১২৮৪.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুণ গুণ রবে ধরিল তান, “জোছনা-হাসিনী, এমন যামিনী” দিশি দিশি এই উঠিল গান ! কর কর শশি, সুধা বরিষণ ! মিটাও মিটাও চকোর-আশ, ফুটাও ফুটাও কুমুদের বন, পরাও জগতে রজত বাস : ' “সব-ই অকারণ, বৃথাই জীবন, জীবন কেবলি যাতন। সার—” ধিক্ ও কথায়, শুনিতে কে চায়, কৰির কাছুনি সহেনা আর ! জোছন-হাসিনী, এমন ষামিনী-- এমন শরৎ, এমন শশী, ' আবার ভূতলে, যমুনার জলে, কত ভাঙা চাদ পড়েছে খসি । লহরী লীলায়, নেচে নেচে ষায়, নেচে নেচে যায় তারকাকুল ! লতাপাত৷ গুলি, নাচে হেলি ফুলি, ঘুম ঘুম আঁখি মেলিল ফুল ! ডাগর ডাগর, ফুটেছে টগর, গোলাপ প্ৰলাপ বাড়ায় প্রাণে, গীতোষ্ট্রাস r * >2盤 ভারতী কা ১২৮৪) - उগ্নহৃদয়ের ভাবে উজলিল যমুনার জল । চামেলির ফুল, হেসেই আকুল, কুমুদের মুখে হাসি না ধরে । কেতকী কত কি কুহক জানে! হরষে পাপিয়া, আকাশ ছাপিয়া, - ধরিল সে গীত মধুর স্বরে! শেফালিকা বেলা, করে কত খেলা, - মৃদুল পবম সহায় তায়, ভ্রমর ভূতলে, ফুল-দলে দলে মৃদুল পরশে, অলস-আবেশে ছলনে কাহারও ভুলিনে জার? : ঢুলে চুলে পড়ে এ ওর গায়! বাধূ তবে বীণা, আরো তুলে বাধ, নিখাদে চড়ায়ে ললিত তান, জাবার আবার, সে রবে অামার, মাতিয়ে উঠুক অবশ প্রাণ ! এই যে চাদিম! ৰিমান উজলে, উজলে ত আজি জামারি তরে, আমারি ত লাগি, হইয়ে সোছাগী, বহিছে যমুনা পুলক ভরে ! বিষাদের ঘোর কেন রবে তবে, ভাবনায় কেন দলিত হ’ব, চাহে না পৃথিবী, চাহিনা পৃথিবী, আপনার ভাবে আপনি ব্ল’ব । জামার হৃদয় অামারি হৃদয়, বেচিনে ত তাহা কাহারে কাছে, ভাঙা-চোরা হোক, যা হোক্ ত ছো, # আমার হৃদয় অামারি অাছে ! > চাহিনে কাহারো মাদরের হাসি, ভ্ৰকুটীর কারো ধারিনে ধার, d भग्नाशनििमत्व बिष्श् भबज्राई, |