পাতা:ভারতী ১২৮৪.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

M - ভারতী কা ১২৮৪) করুণী । ১৭৩ ৷ দেখিয়া গদাধর বাবু অত্যস্ত কাতর अष्ट्रिन । | স্বরূপ বাবু মোহিনীর উদ্দেশে নানা সংবাদ পত্রে ও মাসিক পত্রিকায় নানাবিধ প্রেমের কবিতা লিথিয়া ফেলিলেন, তাহার মধ্যে আমাদের বাঙ্গালা সমাজকে ও দেশাচারকে অনেক গালি দিলেন ও অবশেষে সমস্ত মানব জাতির উপর বিষম ক্রোধ প্রকাশ করিলেন । তিনি নিজে বড় বিষঃ হইয়া গেলেন ও সমস্ত দিন রাত্রি অনেক নিশ্বাস ফেলিতে লাগিলেন । নরেন্দ্রের কাশীপুরস্থ বাগানের পাশেই মোহিনীর বাড়ি। যে ঘাটে মোহিনী জল আনিতে যাইত, নরেন্দ্র সেখানে দিন কতক আনাগোনা করিতে লাগিলেন । এই সকল দেখিয় মোহিনী বড় ভাল বুঝিল না, সে আর সে ঘাটে জল আনিতে যাইত না । সে তখন হইতে মহেন্দ্রের বাগানের ঘাটে ੋ | তুলিতে ও স্নান করিতে যাইত। তৃতীয় পরিচ্ছেদ । মোহিনীর ও মহেন্দ্রের মনের কথা । “এমন করিলে পারিয়া উঠা যায় না। মহেঞ্জের বাড়ি ছাড়িয়া দিলাম, ভাবিলাম দুর হোকগে, ওদিকে আর মন দিব না। भएरुक्क आभात्मङ्ग বাড়িতে আসিলে আমি রান্নাঘরে গিয়া লুকাইতাম, কিন্তু আজ কাল মছেজ আবার ঘাটে গিয়া বসিয়া থাকে, কি - দায়েই পড়িলাম, তাহার জন্তু জল আন বন্ধ হইবে নাকি ?:অছি না হয় থাটেই বসিয়া থাকিল, কিন্তু অমন করিয়া তাকাইয়া থাকে | কেন ? লোকে কি বলিবে ? আমার বড় | লজ্জা করে। মনে করি ঘাটে আর ঘাইব । না, কিন্তু না যাইয়া কি করি ? আর কেনই | বা না যাইব ? সত্য কথা বলিতেছি, মহেস্ত্রকে দেখিলে আমার নানান ভাবনা আইসে, কিন্তু সে সব ভাবনা ভুলিতেও ইচ্ছা করে | না। বিকাল বেলা একবার যদি মহেন্দ্রকে { দেখিতে পাই তাহাতে হানি কি ? হানি | হয় হউক গে, আমিত না দেখিয়া বঁ- { চিব না। কিন্তু মহেন্দ্রকে জানিতে দিব না | যে, তাহাকে ভাল বাসি, তাহা হইলে সে | আমার প্রতি যাহা খুলী তাহাই করিবে । । আর এ সকল ভালবাসাবাসির কথা রাষ্ট্র । হওয়াও কিছু নয়” এইত গেল মোহিনীর । মনের কথা । মহেন্দ্র ভাবে “আমিত রোজ ঘাটে ! বসিয়া থাকি, কিন্তু মোহিনী ত এক দিনও | আমি যে | । ब्रि नl, ! আমাকে দেখিলে শশব্যস্তে ঘোমটা টানিয়া । দেয়, পথে আমাকে দেখিলে প্রান্ত-ভাগে । সরিয়া যায়, মোহিনীর বাড়িতে গেলে ; কোথায় পলাইয়া যায়, এমন কুরিলে বড় { কষ্ট হয়। আগে জানিতাম ঘোহিনী আমাকে'। ভাল বাসে, ভাল না বামুক যত্ন করে, কিন্তু - আমার দিকে ফিরিয়া চায় না । দিকে থাকি, সে দিক দিয়াও যায় আজ কাল অমন করে কেন ? এ মোহিনীকে জিজ্ঞাসা ਵਿੱਂ জিজ্ঞাসা করিতে কি দোষ আছে ? মোহি, নীকে ত আমি কত কথা জিজ্ঞাসক মােহিনীর বাড়ির সকলে আমাকে এত ভাল {