পাতা:ভারতী ১২৮৪.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীজ হয় )T 3న কিন্তু তাহাতে প্রকৃত ফলের অনেক হানি হয়। অনেকে এই প্রণালী অবলম্বন করিয়া অম্পায়াসে অপকাল মধ্যে অধিক শিখাইবার জন্য আগ্রহস্থিত হয়েন ও বালকগণকে শিক্ষাবিষয়ক সকল কথা বলিয়া দিয়া সহজে পাঠ অভ্যাস করাইবার চেষ্টা করিয়া থাকেন, তাহাতে অভ্যস্ত পাঠে নিজ নিজ বুদ্ধি ও চিন্তা-শক্তি সংযোগ করিয়া আপন হইতে সকল কথা বুঝিয়া লইবার অবকাশ মাত্র ও বালকগণ প্রাপ্ত হয় না। কিন্তু এইরূপ শিক্ষার ফল কি ? বুদ্ধি ধিবেক ও চিন্তা-শক্তি পরিচালনা-অভাবে স্তন্তিত ও নিদ্রিত থাকে এবং তজ্জন্য অভ্যস্ত পাঠ কদাপি মনোমধ্যে উজ্জ্বলরুপে উদ্ভাসিত বা স্থায়ীভাবে মুদ্রিত হয় না। সুতরাং অনেক সময়ে যাহা এ কাণ দিয়া প্রবেশ করে তাহ ও কাণ দিয়া নির্গত হইয়া যায়। যাহ সহজে লাইসে তাহা সহজেই চলিয়া যায়, এই প্রবাদ বাক্যটি বিষয়-ব্যাপারে যেমন সৰ্ব্বদা সংলগ্ন হয় সেই রূপ শিক্ষাবিধান সম্বন্ধেও তাহার সার্থ কতা সম্পূর্ণ রূপে স্বীকার করিতে হুইবেক । যে বিষয়ে শিক্ষা দিতে হইবেক তাহার তথ্য বালকগণকে আগ্ৰে বলিয়া না দিয়া যাহাতে তাহারা সেই তথ্যের অনুসন্ধানে প্রবৃত্ত হয় তাহার উপায় প্রদর্শন করাই শিক্ষকের কর্তব্য; যাহাতে বালকগণ নিজ নিজ বুদ্ধি চালনা করিয়া একাগ্রতার সহিত শিক্ষিতব্য বিষয় অনুধারন করিতে সক্ষম হয় এই পর্যান্ত সাহায্য প্রদান করাইবিধেয়। পূৰ্ব্বকৃত সিদ্ধান্ত সকল এক কালে ছাত্র - -ب-بت-ت تک-مع۔ | হওয়া গিয়াছে তাহার অনুসরণ কৱিয় | গণকে বলিয়া দিবার অপেক্ষ যে যে প্রণালীক্ৰমে সেই সকল সিদ্ধান্তে উপনীত যদি ছাত্রগণ সেই সিদ্ধান্তের মূলতত্ব পুনরায় আপন হইতে আবিষ্কার করিয়া লইতে | পারে সেইরূপে তাহদের বুদ্ধিবৃত্তি পরিচালনা করাই প্রকৃত শিক্ষকের কার্য। বালক । গণ এই প্রকার চেষ্টায় প্ররিত হইয়া সকল স্থলে নিজ আয়াসে অভিপ্রেত সিদ্ধান্তে যে | উপনীত হইতে পারিবেক ইহা আশা করা ; যায় না বটে, কিন্তু সেই চেষ্টা কদাপি নিষ্ফল হয় না । তাহ অন্তত চিত্তোৎকর্ষ । সাধনের একটি উৎকৃষ্ট উপায় হয়। প্ৰথ | মতঃ এই রূপ জ্ঞানান্বেষণে বুদ্ধিবৃত্তি সক- ! লের বিশেষ পরিচালনা হয় ; স্মৃতি, { চিন্তা ও বিবেক-শক্তির সমূহ উত্তেজনা ও প্রখরতা সম্পাদিত হয় এবং তাঁহাতে আপাততঃ অভীষ্ট ফল লাভ ন হইলেও । আনুষঙ্গিক অনেক বিষয় জানিতে পারা যায়, । অভিনিবেশ শক্তি ও চিত্তের একাগ্রতা পরি: { বৰ্দ্ধিত হয়, এবং ভাবী অনুসন্ধান ও চি | স্থার জন্য অন্তঃকরণ সমধিক উদাম ও উৎসাহমুক্ত হইতে থাকে। বালকগণ এই রূপে আপন আয়াস ও গ্র্যত্ব সহকারে যতই শিক্ষা করিতে থাকিবেক ততই । শক্ষিত বিষয় তাহাদের চিত্তে স্থায়ীভাবে ও } মুস্পষ্টরূপে প্রতিফলিত হইতে থাকিবেক। নিজ যত্নে ও পরিশ্রমে যে বিদা আয়ত্ত । ধীন হয় তাহ সহজে স্মৃতিপথ হইতে অপ । স্থত হইতে পারে মা এবং এই "ন্ধ্রপ } র,ন লাভের সক্ষে সঙ্গে আরো জ্ঞানলাভের