পাতা:ভারতী ১২৮৪.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| | ভারতী অ ১২৮৪ ) বাক্ষসীর శిధి লইয়াছে, আবার সংগ্ৰহ করিয়াছেন, আবার হারাইয়াছেন । তাহার গতি বিস্তুতের ন্যায় দ্রুত। সপ্তাহ ধরিয়া তিনি প্রত্যহ ২৫ । ২৫ ক্রোশ ভ্রমণ করিয়াছেন, নৰ্ম্মদ এjপার হইতে ওপার, ওপার হইতে এপার ক্রমাগত পার হইয়াছেন । তিনি কখন আমাদের সৈন্য-শ্রেণীর মধ্য দিয়া, কখন পাশ্ব দিয়া, কখন সম্মুখ দিয়া, সৈন্য লইয়া গিয়াছেন । পৰ্ব্বতের উপর দিয়া, নদী অতিক্রম করিয়া,শৈলপথে,উপত্যকায়, জলার মধ্য দিয়া, কখন সম্মুখে, কখন পশ্চাতে, কখন পাশ্বে, কখন তিৰ্য্যক ভাবে চলিয়াছেন। ডাক গাড়ির উপর পড়িয়া,চিঠি অপহরণ করিয়া, গ্রাম লুঠিয়া কখন বা সৈন্য •চালনা করিতেছেন, কখন বা পরা{জত হইয়া পলাইতেছেন, অথচ কেহ তাহাকে ধরিতে দুষ্টতে পারিতেছে না।” এই অসামান্য বীর যখন পারোনের জঙ্গলের মধ্যে ঘুমাইতেছিলেন, তখন মানসিংহ বিশ্বাসঘাতকতা করিয়া তাহকে শক্রহস্তে সমর্পণ করিয়াছিল। গুরুভার, শৃঙ্খলে আবদ্ধ হইয়া, সৈনিক বিচারালয়ে আহুত হইয় তিনি ফাসি-কাষ্ঠে আরোহণ করিলেন। মৃত্যু পর্যন্ত তাহার প্রকৃতি নির্ভীক ও প্রশান্ত ছিল। তিনি বিচারের প্রার্থন করেন নাই, তিনি বলিয়াছিলেন যে, “আমি ব্ৰিটিষ शब4भप्फेब्र इप्स शृङ्गा डिब्र जना किङ्कद्दे | আশা করি না। কেবল এই মাত্র প্রখম | যে, আমার প্রাণদণ্ড যেন শীঘ্রই সমাধা হয়, ও আমার জন্য যেন আমার নির্দোষী বন্ধী পরিবারের কষ্ট ভোগ না করে ।” ইংরাজের ঘদি স্বার্থপর বণিক জাতি f ন হইতেন, যদি বীরত্বের প্রতি র্তাহীদের অকপট ভুক্তি থাকিত, তবে হতভাগ্য বীরের } এরূপ বন্দীভাবে অপরাধীর ন্যায় অপমা- | নিত হইয়া মরিতে হুইত না, তাহা হইলে র্তাহার প্রস্তর-মূৰ্ত্তি এত দিনে ইংলণ্ডের চিত্রশালায় শ্রদ্ধার সহিত রক্ষিত হইত। যে ঔদার্য্যের সহিত আলেকজাণ্ডার পুরুরাজের ক্ষত্রিয়োচিত স্পৰ্দ্ধ মার্জনা করিয়াছিলেন, সেই ঔদার্য্যের সহিত তাতিয়া টোপীকে ক্ষমা করিলে কি সভ্যতাভিমানী ইংরাজ জাতির পক্ষে আরো গৌরবের বিষয় হইত না ? যাহা হউক ইংরাজের এই অসামান্য ভারতবর্ষীয় বীরের শো ণিতে প্রতিহিংসারূপ পশু-প্রবৃত্তি চরিতার্থ করিলেন । - আমরা সিপাহী যুদ্ধ সময়ের আরো অনেক বীরের নামোল্লেখ করিতে পারি, যাহারা ইউরোপে জন্ম গ্রহণ করিলে, ইতিহাসের পৃষ্ঠায়, কবির সঙ্গীতে, প্রস্ত রের প্রতিমূৰ্ত্তিতে, অভ্র-ভেদী স্মরণ-স্তন্তে অমর হইয়া থাকিতেন। বৈদেশিকদের লিখিত ইতিহাসের এক প্রাস্তে তাহাদের জীবনীর দুই এক ছত্র অনাদরে লিখিত রহিয়াছে, ক্রমে ক্রমে কালের স্রোতে । তাহাও ধৌত হুইয়া যাইবে এবং আমাদের ভবিষ্যবংশীয়দের নিকট তাছাদের নাম পৰ্য্যস্ত অজ্ঞাত থাকিবে । - শঙ্করপুরের রাণী বেণীমাধু লর্ড ক্লাইডের } আগমনে নিজ দুর্গ পরিত্যাগ করলেন এবং তাহার ধন সম্পত্তি অনুচরবর্গ কামান ૭. تعداد تسه-تی-تستست |