পাতা:ভারতী ১২৮৪.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& « 3. शाश्नौग्न शांनी । (ভারতী অ ১২৮৪ | অন্তঃপুরচারিণী স্ত্রীলোকদিগকে সঙ্গে व्लङ्घेन। সহিত যোগ দিলেন । তিনি তাহাদিগকেই | আপনার অধিপতি বলিয়া জানিতেন, এই নিমিত্ত তাহাদিগকে রাজার ম্যায় মান্য করিবেন বলিয়া প্রতিজ্ঞ করিয়াছিলেন । জীবনের শেষ দিন পৰ্য্যন্ত তাহার এই প্রতিজ্ঞা পালন করিয়াছিলেন। ব্ৰিটীষ গবর্ণমেণ্ট তাহাকে তাহার রাজ্য প্রত্য| পণ করিতে চাছিলেন, তাহাকে মৃত্যু-দণ্ড হইতে অব্যাহতি দিবেন বলিয়া অঙ্গীকার করিলেন, তাহার ক্ষতি পূরণ করিতে প্রস্তুত হইলেন এবং তাহার কষ্টের কারণ অনুসন্ধান করিবেন বলিয়া স্বীকৃত হইলেন, কিন্তু রাজা সমুদয় প্রস্তাব তুচ্ছ করিয়া বেগম ও র্তাহার পুত্রের জন্য টেরাই প্রদেশে আশ্রয়হীন ও রাজ্যহীন হুইয়া ভ্রমণ করিতে লাগিলেন। বেণীমাধু জীবনের বিনিময়েও তাহার প্রতিজ্ঞা ভঙ্গ করেন নাই ইংরাজদের হস্তে কোন মতে আত্মসমর্পণ করেন নাই। রাজপুত বীর নহিলে আপনার প্রতিজ্ঞা পালনের জন্য কয়জন লোক এরূপ ত্যাগস্বীকার করিতে পারে ? রয়ার রাজপুত অধিপতি নৃপৎসিং খঞ্জ ছিলেন। তিনি যুদ্ধের সময় প্রতিজ্ঞ করিয়াছিলেন যে, ঈশ্বর আমার একটি অঙ্গ লইস্নানে, অবশিষ্ট অঙ্গগুলি আমার দেশের | জন্য দান করিব।” | রাণী লক্ষী বাইকে ভক্তি পূর্বক নমস্কার অযোধ্যার বেগম ও বির্জিস কাদেরের । দেহ রণসজ্জায় সজ্জিত করিলেন। লক্ষী । - বাই অত্যন্ত সুন্দরী ছিলেন। তঁহি'র বয়ঃক্রম বিংশতি বৎসরের কিছু অধিক, তাহার কিন্তু আমরা সর্বাপেক্ষ বীরাঙ্গনা ঝাব্দীর { করি। তাহার যথার্থ ও বিস্তারিত ইতিহাস | পাওয়া ফুক্ষর,অনুসন্ধান করিয়া যাহা পাওয়া গেল তাহাই লিপিবদ্ধ করিয়া পাঠকদিগকে উপহার দিলাম। • লর্ড ডাল সি বাদী রাজ্য ইংরাজশাসনভূক্ত করিলেন, এবং ঝান্সীর রাণী লক্ষী বাইয়ের জন্য অনুগ্রহ করিয়া উপজীবিক | স্বরূপ যৎসামানা রুত্তি নিৰ্দ্ধারিত করিয়া দিলেন। এই স্বল্প বৃত্তি রাণীর সন্ত্রম-রক্ষার | পক্ষে যথেস্ট ছিল না, এই নিমিত্ত তিনি | প্রথমে গ্রহণ করিতে অস্বীকৃত হন, অব- { শেষে অগত্য র্তাহাকে গ্রহণ করিতে হইল। ] কিন্তু ইংরাজ কর্তৃপক্ষীয়ের ইহাতেই ক্ষান্ত হইলেন না,লক্ষী বইয়ের মৃত স্বামীর যাহা । কিছু ঋণ ছিল তাহ রাণীর জীবিকা হইতে পরিশোধ করিতে লাগিলেন। রাণী ইহাতে আপত্তি করিলেন, কিন্তু তাহা গ্রাহ্য হইল । না । ইংরাজের উtহার রাজ্যে গো-হত্য আরম্ভ করিল, ইহাতে রাষ্ট্র ও নগরবাসীরা | অত্যন্ত অসন্তুষ্ট হইয়া ইহার বিরুদ্ধে আবে- { দন করিল কিন্তু তাহীও গ্রাহ চক্টল ন! । এইরূপুে রাজ্যহীন, সম্পত্তিহীন, অভি- { মালিনী রঞ্জিী নিষ্ঠুর অপমানে মনে মনে | প্রতিহিংসার অগ্নি পোষণ করিতে লাগিলেন এবং যেমন শুনিলেন কম্পানির সৈনিকের } বিদ্রোহী হইয়া উঠিয়াছে, অমনি তাহার } অপমানের প্রতিশোধ দিবার জন্য স্বকুমার ! দেহ যেমন বলিষ্ঠ মনও তেমনি দৃঢ় ছিল। রাষ্ট্ৰী অতিশয় তীক্ষবুদ্ধিগম্প ছিলেন। ;