পাতা:ভারতী ১২৮৪.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী অ ১২৮৪ |- - Tशाच्नोज्ञ ज्ञाओं । স্বন্দরন্ধপে বুঝিতেন। ইংরাজ কৰ্ম্মচারীগণ তাহাদের জাতিগত স্বভাব অনুসারে এই হৃতরাজ্য রাজ্ঞীর চরিত্রে নানাবিধ কলঙ্ক আরোপ করিলেন, কিন্তু এখনকার ঐতি হাসিকের স্বীকার করেন যে, তাহার এক বর্ণও সত্য নহে । ঝান্সী নগরী অতিশয় পরিপাটী পরিচ্ছন্ন, উহা দৃঢ় প্রাচীরে পরিবেষ্টিত, এবং রহৎ বৃহৎ বৃক্ষের কুঞ্জ ও সরোবরে সেই সকল প্রাচীরের চতুদিক সুশোভিত ছিল। একটি উচ্চ শৈলের উপর দৃঢ়-দুর্গ-বদ্ধ রাজপ্রাসাদ দাড়াইয়া আছে । নগরীতে বাণিজ্য ব্যবসায়ের প্রাদুর্ভাব ছিল বলিয়া অনেক ইংরাজ অধিবাসী সেখানে বাস করিত। কাপ্তেন ডাম্বলপের হস্তে ঝান্সী নগরীর রক্ষা-ভার ছিল । ভারতবর্ষে যখন বিদ্রোহ জুলিয়া উঠিয়াছে তখন ইংরাজ কর্তৃপক্ষীয়ের র্তাহাকে সতর্ক হইতে পরামর্শ দেন, কিন্তু ঝান্সার শান্ত অবস্থা দেখিয়া তিনি তাহ হাসিয়া উড়াইয়। দিলেন । এই প্রশান্ত ঝান্সীরাজ্যে বিধবা রঞ্জিী ও তাহার ভূত্যবর্গের উত্তেজনায় ভিতরে ভিতরে একটি বিষম বিপ্লব ধূমায়িত হইতেছিল। সহসা একদিন স্তন্ধ আগ্নেয় গিরির 1 ন্যায় নীরব ঝান্ধী নগরীর মৰ্ম্মস্থল হইতে { বিদ্রোহের অগ্নিস্রাব উদগীরিত চুইল। প্রকাশ্য দিবালোকে কান্টনমেন্টের ' মধ্যে দুইটি ডাক বাঙ্গাল। বিদ্রোহীর দগ্ধ করিয়া ফেলিল, যেখানে বারদ ও ধনাগার - :تت تستمت تقتات تتف انتشتتنانتیت- تتستان تاتنت تشتت রাজ্য পালনের জটিল ব্যাপার সকল অতি । রক্ষিত ছিল, সেখান হইতে বিদ্রোহীদিগের বন্দুক-ধ্বনি শ্রত হইল, এক দল সিপাহি ঐ দুর্গ অধিকার করিয়াছে, তাহারা উহ। কোন মতে প্রত্যপণ করিতে চাহিল না । ইয়ুরোপীয়েরা আপনাপন পরিবার ও | সম্পত্তি লইয়া নগরী-দুর্গে আশ্রয় লইল । ক্রমে ক্রমে সৈন্যেরা স্পট বিদ্রোহী ৷ হইয়া অধিকাংশ ইংরাজ সেনানায়কদিগকে | নিহত করিল। বিদ্রোহীগণ দুর্গে উপস্থিত । হইল | ক্যাপটেন ডাম্বলপ হিন্দুসৈন্যদিগকে নিরস্ত্র । করিতে আদেশ করলেন, কিন্তু তাহার। সেইখানেই তাহাকে বন্দুকে হত করিল। { দুর্গস্থ সৈন্যদের সহিত যুদ্ধ উপস্থিত হইল। মধ্যাহ্নে বিদ্রোহী-সৈন্যেরা দুর্গের নিম্ন অংশ অধিকার করিয়া লইল । পরাজিত ইংরাজ সেনারা বিদ্রোহী সেনাদের হস্তে আত্ম-সমৰ্পণ করিল, কিন্তু উন্মত্ত সৈন্যেরা তাহাদিগকে নিহত করিল। এই নিধন-কৰ্য্যে রাজ্ঞীর কোন হস্ত ছিল না, এমন কি এ সময়ে রাজ্ঞীর কোন অনুচরও উপস্থিত | ছিল না । যখন রাজ্যে একটিও ইংরাজ অবশিষ্ট রহিল না তখন রাজ্ঞী এই অন্যায় কারী দিগকেও রাজ্য হইতে বহিষ্ক ত ক রিয়া দিলেন। এক্ষণে কথা উঠিল,কে রাজ্য অধিকার করিবে ? রাজ্ঞী সিংহাসনে অধি রোহণ করিলেন ; সদাশিব রাও নামে এক { জন ঐ রাজ্যের প্রার্থ কুরার দুর্গ অধিকার i করিল। পরে রাজ্ঞীর সৈন্য কর্তৃক তড়িত হইয়া সিন্ধিয়া রাজ্যে পলায়ন করিল। এই রূপে ইংরাজের ছিন্ন বিচ্ছিন্ন হত ও :