পাতা:ভারতী ১২৮৪.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*re- - - .,২৪৪ বান্ধীর রাণী। (ভারতী অ ১২৮৪ তাড়িত হইলে পর ১৮৫৭ খঃ অব্দে লক্ষী } ৱাই হৃত-সিংহাসনে পুনরায় আরোহণ করি লেন। কিছুকাল রাজত্ব করিয়া লক্ষী বাই : ১৮৫৮ খৃষ্টাব্দে পুনরায় ইংরাজ সৈন্যদের ! সহিত যুদ্ধে প্ররক্ত হইলেন। ইংরাজ সেনানায়ক সার হিউ রোজ সৈন্যদল সমভিব্যাহারে ঝান্সী নগরীতে আসিয়া উপস্থিত হইলেন। প্রস্তরময় নগর-প্রাচীরে ব্রিটিষ কামান গোলা বর্ষণ আরস্ত করিল। দুর্গস্থ লোকের আক্রমণ-প্রতিরোধের জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিল । পুরমহিলাগণ দুর্গপ্রাকার হইতে কামান ছুড়িতে আরম্ভ করিল এবং সৈন্যদের খাদ্যাদি বণ্টন করিতে লাগিল, এবং সশস্ত্র ফকিরগণ নিশান হস্তে লইয়া জয়ধ্বনি করিতে লাগিল । ৩১শে মার্চ রাণী দেখিলেন, তাতিয়া টোপী ও বাণপুরের রাজা অপসংখ্যক সৈন্যদল লইয়া ইংরাজ শিবির-পাশ্বে নিবেশ স্থাপন করিয়া সঙ্কেত-অগ্নি প্রজ্জ্বলিত করিয়া দিয়াছেন। হর্ষধ্বনি ও তোপের শব্দে { ঝান্সীদুর্গ প্রতিধ্বনিত হইয়া উঠিল। তা{ হার পর. দিন} ইংরাজ-সৈন্যদের সহিত র্তাতিয়াটোপীর ঘোরতর যুদ্ধ বাধিল, এই যুদ্ধে তাতিয়াটোপীর ১৫০০ সৈন্য হত হুইল এবং তিনি পরাজিত হইয়া বেটোয়ার পর পারে পলায়ন করিলেন । । যুদ্ধে প্রত্যহ রাজীর ৫, ৬ জন করিয়া লোক মরিতে লাগিল । উাহার সৰ্ব্বোৎকৃষ্ট

  1. ভাল ভাল গোলন্দাজের হত হইয়াছে।

ক্রমে ইংরাজ সৈন্যের গোলার আ কামান গুলির মুখ বন্ধ করা হইয়াছে এবং ঘাতে ? নগর-প্রাচীর ভেদ করিল এবং প্রাসাদ ও নগরীর প্রধান প্রধান অংশ অধিকার করিল। প্রাসীদের মধ্যে ঘোরতর সম্মুখ-যুদ্ধ বাধিল । রাণীর শরীর রক্ষকদের মধ্যে ৪ জন অশ্বশালার সম্মুখে দাড়াইয়া প্রাণপণে যুদ্ধ করিতে লাগিল। আহত সৈন্যেরা মুমূর্যু অবস্থাতেও ভূতলে পড়িয়া অস্ত্র চালনা করিতে লাগিল । একে একে ৩৯ জন হত হইলে অবশিস্ট এক জন বারুদে আগুন লাগাইয়া দিল, আপনি উড়িয়া গেল ও অনেক ইংরাজ সৈন্যও সেই সঙ্গে হত হইল। রাত্রেই রাজ্ঞী কতকগুলি অনুচরের সহিত দুর্গ পরিত্যাগ করিয়া গিয়াছিলেন, শক্ররা তাহার পশ্চাৎ পশ্চাৎ অনুসরণ করিয়াছিল এবং আর একটু হইলেই তাহাকে ধরিতে সক্ষম হইত। লেপ্টনেণ্ট বাউকর অশ্বারোহী সৈন্যদলের সহিত ঝান্সী হইতে দশ ক্রোশ পর্য্যন্ত রাজ্ঞীর অসুসরণ করিয়া ছিলেন । অবশেষে দেখিলেন অশ্বারোহী লক্ষী বাই চরি জন অনুচরের সহিত গমন করিতেছেন ; বহু সৈন্য-বেষ্টিত বাউকর এই চারি জন অশ্বারোহী কর্তৃক এমন আহত হইলেন যে,আর অগ্রসর হইতে পারিলেন না । এই সময়ে ততিয়াটোপী কতক গুলি সৈন্য লইয়। রাণীর রক্ষক হইলেন । ৪ঠা এপ্রিলে ইংরাজের সমস্ত ঋঙ্গিী নগরী অধিকার করিয়া লইল । সৈনিকের নগরে দারুণ হত্য জারস্ত করিল, কিন্তু নগরবাসীর কিছুতেই নত হইল না। পঁচ