পাতা:ভারতী ১২৮৪.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী ত ১২৮৪) ঝান্সার রাণী । - T ૨o G. সহস্ত্রেরও অধিক লোক ব্ৰিটিষ বেয়নেটে বিদ্ধ হইয় নিহত হইল । নগরবাসীরা শক্রহস্তে আত্ম সমর্পণ করা অপমান ভাবিয়া স্বহস্তে মরিতে লাগিল । অসভ্য ইংরাজ সৈনিকেরা স্ত্রীলোকদের প্রতি নিষ্ঠুর অত্যাচার করিবে জানিয়া পেীর জনের স্বহস্তে স্ত্রী কন্যাগণকে বিনষ্ট করিয়া মরিতে লাগিল । রা ও সাহেব পেযোয় বংশের শেষ বাজিরাওর দ্বিতীয় পোষ্য পুত্র । তিনি, তাতিয়া টোপী ও ঝান্সীরাণী বিক্ষিপ্ত সৈন্যদল সংগ্ৰহ করিয়া ব্রিটিঘদিগকে প্রতিরোধ করিবার জন্য কুঞ্চ নগরে সৈন্য স্থাপন করিলেন। অবিরল কামান বর্ষণ করিয়া হিট রোজ র্ত্যহাদের তাড়াইয়া দিল । চারি ক্রোশ রাণীর পশ্চাৎ পশ্চাৎ তাড়না করি য় সেনাপতি চারিবার ঘোড়ার উপর হইতে মূছি ত হইয় পড়েন। অবশেষে লক্ষী বাই কাণপীতে ত্যাসিয়া গার রক্ষার জন্য প্রাণপণে চেষ্টা করিলেন। মনে করিয়ছিলেন রাজপুতের যোগ দিবে, কিন্তু তাহার। দিল না। ব্ৰিটিষ সৈন্যেরা একত্র হইয়। আক্রমণ করিল, আয়ুঢ়. দুর্গ কাপীতে রাঞ্জীর সৈন্য আর তিষ্টিতে পারিল না । - কুঞ্চের পরাজয়ের পর তাতিয়াটোপী যে কোথায় অদৃশ্য হইয় গেলেন কেহ জানিতে পারিল না । তিনি এখন গোয়ালিয়রের বাজারে প্রচ্ছন্ন ভাবে ইংরাজদের মিত্ররাজ সিন্ধিয়াকে সিংহাসনচু্যত করিবার | ষড়যন্ত্র করিতেছিলেন। ততিয়াটোপী অধি উপস্থিত হইলেন এবং তাহার এই শেষ অস্ত্রণ 1 বাসীদিগকে উত্তেজিত করিতে অনেকটা কৃত কাৰ্য্য হইলে পর রাজ্ঞীকে সংবাদ দিলেন । রাজ্ঞী গোপালপুর হইতে রাজাকে বলিয়া | পাঠাইলেন যে,তাহার রাজার সহিত শত্রুত | করিতে যাইতেছেন না, তবে কিছু অর্থ ও খাদ্যাদি পাইলেই তাহারা দক্ষিণে চলিয়া যাইবেন,রাজা তাহদের যেন বাধা না দেন, কারণ বাধা দেওয়া অনর্থক। গোয়ালিয়ারের লোকের ইংরাজ-বিরুদ্ধে উত্তেজিত হইয়াছে। তাহারা তাহদের নিকট হইতে দুই ত আহবান-পত্ৰ পাইয়াছেন। কিন্তু ইংরাজ । ভক্ত সিন্ধিয়া তা হাতে অসম্মত হইলেন । রাও ও রাণী দৃঢ়স্বরে তঁহাদের অনুচর । দিগকে সম্বোধন করিয়া কহিলেন, “আমরা | বোধ হয় নাগরিকদের নিকট হইতে কোন | বাধা প্রাপ্ত হইব না, যদি বা পাই তবে { তোমাদের ইচ্ছা হয়ত পলাইও,কিন্তু আমরা ; মরিতে প্রস্তুত হইয়াছি।” - ১লা জুনে সিন্ধিয়া ৮০০ লোক ও ২৪টি । কামান লইয়া বিদ্রোহাদিগকে আক্রমণ করি- | লেন। কিন্তু মুহূর্বের মধ্যে র্তাহার সৈন্যদল | ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল। সিন্ধিয়া তা | lর শরীর রক্ষকদিগকে যুদ্ধে প্রবৃত্ত করাইলেন কিন্তু তাহারা হত ও আহত হইল। । সিন্ধিয়া অশ্বারোহণে আগ্রার দিকে পলায়ন | করিলেন । মহারাণীর মাতা “গুজ্জারাজ," | সিন্ধিয়া বিদ্রোহীদের হস্তে বন্দী হুইয়াছেন ; | মনে করিয়া, কৃপাণ লইয়। অশ্বারোহণে | র্তাহাকে মুক্ত করিতে গেলেন ; অবশেষে সিন্ধিয়া পলায়ন করিয়াছেন শুনিয়া নিবৃত্ত | হইলেন। ঝান্সীরাঞ্জীর সৈন্যগণ সিন্ধিয়ার