পাতা:ভারতী ১২৮৪.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুসিংহের কবিতা l (ভারতী অ ১২৮৪ { রাজকোষ হস্তগত করিল, এবং তাহা হইতে | রাণী সৈন্যদের ছয় মাসের বেতন চুকাইয় দিলেন ও নগরবাসীদিগকে পুরস্কার দানে সন্তুষ্ট করিলেন । কিন্তু তাতিয়াটোপী ও | রাজী দুৰ্গরক্ষার কিছুমাত্র আয়োজন করেন নাই ; তাহার প্রকাশ্য ক্ষেত্রেই সৈন্য স্থাপন করিয়াছিলেন ; সমুদায় বন্দোবস্ত রাণী একাকীই সম্পন্ন করিতেছিলেন। তিনি সৈনিকের বেশ পরিয়া, যে রৌদ্রে ইংরাজ-সেনাপতি চারিবার মূচ্ছিত হইয়। পড়েন, সেই রোত্রে অপরিশ্রান্ত ভাবে মুহূৰ্ত্ত বিশ্রাম না করিয়া অশ্বারোহণে এখানে ওখানে পরিভ্রমণ করিয়া বেড়াইতেছেন । সার, হিউ রোজ যখন শুনিলেন যে, গোয়ালিয়ার শক্র হস্তগত হইয়াছে, তখন সৈন্যদল সংগ্ৰহ করিয়া রাঙ্গী-সৈন্যের দুৰ্ব্বল ভাগ আক্রমণ করিলেন। ঘোরতর | যুদ্ধ বাধিল। সেই যুদ্ধের দারুণ বিপ্লবের মধ্যে রাজ্ঞী অসি-হস্তে ইতস্ততঃ অশ্বচা r حسسسسستتبتت تجتنتهيئتيتيتتسّسسسسسسس ভানুসিংহের কবিতা । বিহাগড় গহন কুসুম-কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশি বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনি ? আও আও লো । পিনহ চারু নীল বাস |. হুদয়ে প্রণয় কুসুম রাশ হরিণ নেত্রে বিমল হাস কুঞ্জ বনমে যাও লো ৷ .. লনা করিতেছেন। রাজ্ঞীর সৈন্যরা ভঙ্গ দিল ; বিপক্ষ সৈন্যদের গুলিতে রাষ্ট্রী অত্যন্ত আহত হইলেন। র্তাহার অশ্ব সম্মুখে একটি খাত দেখিয়া কোন মতে উহ উল্লঙ্ঘন । করিতে চাহিল না ; লক্ষী বাইয়ের স্বন্ধে বিপক্ষের তলবারের আঘাত লাগিল, তথাপি | তিনি অশ্বপরিচালনা করিলেন। র্তাহার পাশ্ব l বৰ্ত্তিনী ভগিনীর মস্তকে তলবারের আঘাত । লাগিল এবং উভয়ে পাশাপাশি রণক্ষেত্রে পতিত হইলেন । এই ভগিনী যুদ্ধের সময়ে । কোন ক্রমে রাজ্ঞীর পাশ্ব পরিত্যাগ করেন নাই, অবিশ্রান্ত র্তাহারি সহযোগিতা করিয়া আসিয়াছেন । কেহ কেহ বলে যে, তিনি রাজ্ঞীর ভগিনী নহেন, তিনি তাহার স্বামীর উপপত্নী ছিলেন । ইংরাজী ইতিহাস হইতে আমরা রঞ্জিীর এইটুকু জীবনী সংগ্ৰহ করিয়াছি। আমরা নিজে তাহার যেরূপ ইতিহাস সংগ্ৰহ করিয়াছি, তাহা ভবিষ্যতে প্রকাশ করিবার | বাসন রহিল। " リ・ ঢালে কুসুম সুরভ-ভার ঢালে বিহগ সুরবসার ঢালে ইন্দু অমৃত ধার Ay বিমল রজত ভাতিয়ে । মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে ফুটল স্বজনি পুঞ্জে পুঞ্জে বকুল যুখি জাতিরে। ।