পাতা:ভারতী ১২৮৪.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- ভারতীক্ষ্ম ১২৮৪ ) { LLL S M SMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ভারতীয় '4 ইংরাজেরা এদেশ জয় করিয়া শতাব্দীর অধিক কাল আমাদের উপর রাজত্ব করি তেছে কিন্তু এদেশীয়দিগের সহিত এখনও তাহাদের সস্তাবের কোন চিত্ন দৃষ্ট হয় না। ইহা যেমন আক্ষেপের বিষয় তেমনি অনিবাৰ্য্য ঘটনা বলিতে হইবে। আমাদের দেশের যে কোন ব্যক্তি ব্ৰিটিষসিংহকে তাহার নিজ গহবরে দর্শন করিয়াছে সেই তাহার মহান | উদার ভাব দেখিয়া বিমোহিত হয় কিন্তু সেই সিংহ যখন বিদেশে আসিয়া বিচরণ করে তখন তাহার তর্জন-গর্জনকারী বিকট মূৰ্ত্তি-দর্শন করিয়া লোক-সকল শশব্যস্ত হয়। যে ইংরাজ সেই ইংলণ্ডে, সেই ইংরাজ এই ভারতে—তবে তাহার অবস্থাস্তর হইবার কারণ কি ? শুধু মামরা নই—কিন্তু তাহাদের - আপনাদের লোকেরাও এই পরিবৰ্ত্তন দেখিয়া অনেক সময় বিস্ময়াপন্ন হয়। এদেশে এক জন ইংরাজ যে সকল ঘটনার মধ্যে নিপতিত হয় তাহ এরূপ বিসদৃশ—যে ইহার মধ্যে পড়িয়া কতক বৎসরের মধ্যেই তাহার প্রকৃত মহৎ ভাব অস্তম্বত হয়; অথবা তাহাদিগের সমাজপ্রণালীর এরূপ শাসন যে তাহাতে সে বাধ্য হুইয়া , সভ্যতার আবরণে তাহার প্রকৃত নীচ ভাব স্বদেশে গোপন করিয়া } রাখে, বা প্রকাশ করিবার অবসর পায় |: ६*मिcज दिएलt* शिघ्नां शैग्न _ভারতীয় ইংরাজ। সে নিজ মূৰ্ত্তি ধারণ করে—আহ্লো-ইণ্ডিয়ান নামে এক স্থতন জীব হইয়া দাড়ায় এবং “এই বিড়াল বনে গেলেই বন বিড়াল হয়” এই প্রবাদটীর সত্যত প্রকারাস্তরে সপ্রমাণ করে । যে কারণেই হউক,ইংলণ্ডবাসী ইংরাজের স্বভাব এক প্রকার—ভারতীয় ইংরাজের ভাব অন্য প্রকার বলিয়া আমাদের চক্ষে প্রতীয়মান হয়। বিলাতে গিয়া ইংরাজদের সঙ্গে সমানভাবে মিশিলে মেশা যায়। তাহী দের ভোজনালয়ে বসিয়া একত্রে অাহারাদি কর—ক্রীড়াকাননে তাহীদের সহিত একত্র আমোদ আহলাদ কর—ইংরাজ-পরিবারে প্রবিষ্ট হইয় তাহার গৃহিণীগণের সহিত মন খুলিয়া আলাপ কর, সকলি সন্তবে। কত অাদরের সহিত তাহার তোমাকে গ্রহণ করিবে-সখী বলিয়া তোমার প্রতি হস্ত প্রসারিত করিবে—অভ্যাগত বলিয়া আতিথ্য-সৎকারের ক্রটি করিবে না । যিনি কোন ইংরাজ-পরিবার মধ্যে বাস করিয়া প্রাতঃকালে গৃহিণীর সহস্য বদনে স্বপ্রভাত অভিবাদন ও রাত্রে শয়নের পূর্বে cजोब्रांज अछिदांम८म अडिनमिउ ट्रेंझां ছেন তিনি তাহী কখন বিস্তৃত হইতে পারেন না । ইংরাজ-স্ত্রী হইতে বিদেশীয়গণ যে সেবা শুশ্ৰুষ৷ পান তাহাতে তাহদের ইংলণ্ড-বাস প্রবাস বলিয়াই বোধ হয় না।