পাতা:ভারতী ১২৮৪.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কহিলেও মনে হয় তাঁহারই কথা হইতেছে।| তামাসা চলিতেছে, অথচ মোহিনীর ইহাতে পথে কাহারও হাস্য-মুখ দেখিলে তাহার | কোন দোষ ছিল না। . - { মনে হুইত তাহাকে লক্ষ্য করিয়াই হাসি † ১। ভারত চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসা-বিষয়ক মাসিক পত্র ও সমালোচন। শ্ৰীশরচ্চন্দ্র দত্ত কর্তৃক সম্পাদিত। হোমিওপেথি কি, এবং উহার মূলে কোন সত্য অাছে কি না, ইহা বুঝাইয় দেয়, এরূপ গ্রন্থ বা সাময়িক পত্র বাঙ্গালী ভাষায় I একখানিও দেখিতে পাওয়া যায় না। এরূপ স্থলে কোন গ্রন্থ বা সাময়িক পত্র আমাদের | সেই অভাব পূরণ করিতে উদ্যত হইলে আমরা উহাকে সাদরে গ্রহণ করিয়া থাকি। * ভারত-চিকিৎসককেও ” আমরা সেই ভাবে গ্রহণ করিয়াছি, কিন্তু "ভারত-চিকিৎসক” হইতে আমাদের অভাব কতদূর পূরণ { হইবে বলিতে পারি না। আমরা ইহার ভূমিকা হইতে আদ্যোপাস্ত পাঠ করিয়া দেখিয়াছি, কিন্তু কোথাও “ ভারত চিকিৎসক"প্রণেতাকে বিচক্ষণ চিকিৎসা-ব্যবসায়ী লোক বলিয়া বোধ হয় না। প্রত্যুত তিনি তাহার প্রত্যেক প্রস্তাবে চিকিৎসা! শাস্ত্রে আপনার অনভিজ্ঞতারই পরিচয় প্রদান করিয়াছেন। তিনি হানিমানের জীবনবৃত্তান্ত বিষয়েও নিতান্ত অনভিজ্ঞ। শরচ্চন্দ্র বাবু “ ভারত-চিকিৎসকের ” छूमिকায় লিখিয়াছেন যে, “ প্রায় একশতাব্দী অতীত হইতে চলিল, ছেমিওপেথির নিষ্ঠুর | প্রাপ্ত গ্রন্থ। শত্ৰগণের অত্যাচারে প্রপীড়িত হইয়া,ইহার বিখ্যাতনাম আবিষ্কৰ্ত্ত মহাত্মা হানিমান স্বদেশ পরিত্যাগ পূর্বক ভয়ানক কষ্ট সহ্য করতঃ অবশেষে জার্মাণ রাজ্যে আশ্রয় গ্ৰহণ করেন।” কিন্তু বাস্তবিক তাহ নহে । ১৭৫৫ খ্ৰীঃ অব্দে জাৰ্ম্মাণ মহারাজ্যের ठुর্গত কার-স্যাক্সনি প্রদেশস্থ মিসেন, নামক একটি ক্ষুদ্র নগরে হানিমানের জন্ম হয় । ইনি উনবিংশতি বৎসর বয়স পর্য্যন্তু স্বদেশীয় বিদ্যালয়ে যথোপযুক্ত বিদ্যা-শিক্ষা করিয়া চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের অনুরোধে ১৭৭ খ্ৰীঃঅব্দে প্রথমতঃ লিপ্‌জিষ্ণুনগরে উপ নীত হন। পরে তথাকার পাঠ শেষ হইলে | বিয়েনা নগরে আইসেন, এবং অবশেষে ১৭৭৯ খ্ৰীঃ অব্দে এর ল্যাঙ্গেন বিশ্ববিদ্যালয়ে আসিয়া চিকিৎসা-বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হইয়া চিকিৎসা-ব্যবসায় অবলম্বন পুৰ্ব্বক নানাস্থান পরিভ্রমণ করেন। আট বৎসর কাল ক্ৰমান্বয়ে এলোপেথিক মতে চিকিৎসা করিয়া তিনি উহাতে বীতশ্রদ্ধা হইলেন। এবং অচিরকাল মধ্যে নিজ ব্যবসায় পরিত্যাগ করিয়া রসায়ন-বিদ্যানুশীলনে নিযুক্ত হন। এইরূপ কিছুকাল গর্ত হইলে তিনি ১৭৮৯ খ্রীঃ অব্দে পুনরায় লীপূজিগ নগরে | |