পাতা:ভারতী ১২৮৪.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী অ ১২৮৪) s | | প্রাপ্তগ্রন্থ । ir-, さい○。 ক্রিয়ার বিস্তৃতি ও তাহার বিষময় ফল | সম্বন্ধে এতদূর অবগত হইয়াছি যে অন্যে তাহা কদাপি বিশ্বাস করিতে পারে না । ” ভারত-চিকিৎসক হুইতে আমরা প্রথমে এই প্রস্তাবটি পড়িয়া ভাবিয়ছিলাম যে হয় ত শরৎ বাবু বহুদিন হইতে স্বয়ং এ বিষয়ে অনুসন্ধান করিয়া এতদূর বলিতে সাহসী হইয়াছেন। বস্তুতঃ তিনি যে অন্যের লিখিত বিষয় আপনার বলিয়া লোকসমাজে প্রচার করেন, ইহা অামাদের স্বপ্নের অগোচর। যাহাই হউক, ভরসা করি শরৎ বাবু পুনরায় আমাদিগকে এরূপ বিষম | সমস্যায় ফেলিবেন না । | উপসংহার-কালে, “ভারত-চিকিৎসক সম্বন্ধে আমরা আরও গুটিকতক কথা না বলিয়া ক্ষান্ত হইতে পরিলাম না। ‘ভারতচিকিৎসকের মধ্যে উপক্রমণিক। বা ভূমিকা ভিন্ন,প্রায় সকল গুলিই অনুবাদ। এই অনুবাদগুলি আবার এতই ফুৰ্ব্বোধ্য যে, প্রত্যেক প্রস্তাবের টীকা না করিলে উহ! বুঝা যায় না। উহার ভাষা বিশুদ্ধ নহে। উহার স্থানে স্থানে এরূপ ভুল আছে যাহা ]| দেখিলে অনুবাদককে নিতান্ত অশিক্ষিত বলিয়া বোধ হয়। এতদ্ভিন্ন শরৎবাবু যে সকল বিষয়ের আলোচনায় প্রবৃত্ত হইয়৷ এই মাসিক পত্রিক বাহির করিয়াছেন তাহীও { তিনি উত্তমরূপ জানেন না। অতঃপর আমাদের পরামর্শ এই যে যদি শরৎবাবু যথার্থই দেশের মঙ্গলোদেশে হোমিওপেথিপ্রচারে কৃতসংকল্প হইয়া থাকেন, যদি { ধনোপার্জন তাহার মুখ্য অভিপ্রায় না হয়, তাহা হইলে তিনি যেন স্বয়ং সম্পাদকের ভার গ্রহণ না করেন। শিক্ষিত চিকিৎসাব্যবসায়ী লোকের সাহায্য-ব্যতীত এরূপ ব্যাপারে হস্তক্ষেপ করা তাহার পক্ষে বিবে- | চনাসিদ্ধ হয় নাই । ভরসা করি তিনি আমাদের এই সকল উপদেশ-বাক্য অক্ষুব্ধ | চিত্তে গ্রহণ করিবেন । আমরা তাহার - লিখিত মাসিক পত্রিকা সম্বন্ধে একটিও | অনুকূল বাক্য প্রয়োগ করিতে পরিলাম না | বলিয়া দুঃখিত হইলাম। গ্রন্থকারের - ছিদ্রানুসন্ধান আমাদের উদ্দেশ্য নহে । | র্তাহীর ভ্রমসংশোধন করাই আমাদিগের { অভিপ্রেতি । জাতীয় উদ্দীপনা—ঢাকা গিরীশ্যন্ত্ৰে | মুদ্রিত। মূল্য দ্য আনা মাত্র। সংগ্রাহকের । নাম নাই। এই পুস্তকখানি কতকগুলি স্বদেশপ্রেমোদ্দীপক মুন্দর কবিতার সংগ্ৰহ। গ্রন্থখানি পাইয়া আমরা অতিশয় পরিতুষ্ট | থাকিলেই পুস্তকখামি সৰ্ব্বাঙ্গ-মুন্দর হইত। ] সুখ-স্বপ্ন ভাঙ্গিল—শ্ৰীউপেন্দ্রনাথ । গঙ্গোপাধ্যায় কর্তৃক বিরচিত। ঈষ্টইণ্ডিয়া | প্রেসে মুদ্রিত। মূল্য J• আনা । গ্রন্থকার | স্ত্রী-বিয়োগে এই বিলাপ-কবিতাটি রচনা ! করিয়াছেন। এ পুস্তকের বাহুল্য সমী- } লোচনা করিলে অকৃত্রিম শোকের অব- | भानना कब्र इग्न । यांश इडैक्, उंशद्र ! সহিত আমরা মমতা প্রকাশ করিতেছি | নিশীথে হিমাদ্রি-শিখরে-যোগেজ । নাথসেন প্রণীত। বরিশাল সত্য-প্রকাশ যন্ত্রে । মুদ্রিত। মূল্য 9 অনি। এই ক্ষুদ্র কাব্য