পাতা:ভারতী ১২৮৪.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রস্থান করিবেন, অতএব ভয় করিবার কোন প্রয়োজন নাই। কিন্তু রাম কাদিয়া । | উঠিলেন— - “উক্তরিলা সীতানাথ সজল নয়নে ; “স্মরিলে পূর্বের কথা রক্ষকুলোত্তম আকুল পরাণ কাদে। কেমনে ফেলিব এ ভ্রাতৃ-রতনে আমি এ অতল জলে ?” ইত্যাদি কিছুতেই কিছু হইল না, রামের ভয় কিছুতেই ঘুচিল না, অবশেষে আকাশ-বাণী इब्रेल । “উচিত কি তব, কহ, হে বৈদেহীপতি, ংশয়িতে দেব-বাক্য, দেবকুলপ্রিয় । তুমি ? ” অবশেষে আকাশে চাহিয়া দেখিলেন | যে অজগরের সহিত একটা ময়ূর যুদ্ধ করি তেছে, কিন্তু যুদ্ধে অজগর জয়ী ও ময়ূর ! নিহত হুইল। এতক্ষণে রাম শান্ত হইলেন, 1ও লক্ষণকে যুদ্ধ-সজ্জায় সজ্জিত করিয়া | দিলেন। লক্ষণ যুদ্ধে যাইবার সময় রাম { একবার দেবতার কাছে প্রার্থনা করিলেন, . একবার বিভীষণকে কাতর ভাবে কহিলেন, “সাবধানে যাও মিত্র। অমূল রতনে রামের, ভিখারী রাম অপিছে তোমারে, রথীবর t r . বিভীষণ কছিলেন, কোন ভয় নাই। ইন্দ্রজিৎ-শোকে অধীর হইয়া যখন রাবণ } সৈন্যসজ্জায় আদেশ দিলেন, তখন রাক্ষস | সৈন্য-কোলাহল শুনিয়া রাম আপনার } সৈন্যাধ্যক্ষ গণকে ডাকাইয়া আনিলেন ও তাহাদিগকে সম্বোধন করিয়া কহিলেন-- | মেঘনাদবধ কাব্য। মাতা থেটিস্কে কহিতেছেন, _(ভারতলোমস “পুত্ৰশোকে আজি - বিকল রাক্ষসপতি সাজিছে সত্ত্বরে ; . 弹 蟒 聯 喇 রাখগে রাঘবে আজি এ ঘোর বিপদে। স্ববন্ধু-বান্ধবহীন বনবাসী আমি ভাগ্য দোষে ; তোমরা হে রামের ভরসা বিক্রম, প্রতাপ, রণে । *} কুল, মান প্রাণ মোর রাখ হে উদ্ধারি রঘুবন্ধু, রঘুবধূ বদ্ধ কারাগারে রক্ষ-ছলে । স্নেহ-পণে কিনিয়াছ রামে তোমরা বtধ হে আজি কৃতজ্ঞতা পাশে রঘুবংশে, দক্ষিণাত্য দাক্ষিণ প্রকাশি !” নীরবিল রঘুনাথ সজল নয়নে। এরূপ দুগ্ধপোষ্য বালকের ন্যায় কথায় কথায় সজল নয়নে বিষম ভীরুস্বভাব রাম । বনের বানর গুলাকে লইয়া এত কাল ল: স্কায় তিষ্টিয়া আছে কিরূপে তাছাই ভাবিতেছি । লক্ষণের মৃত্যু হইলে রাম বিলাপ করিতে লাগিলেন, সে বিলাপ সম্বন্ধে আমরা | অধিক কিছু বলিতে চাহি না, কেবল ইলি- | য়াড হইতে প্রাণীপেক্ষ প্রিয়তর বন্ধু পেটক্লসের মৃত্যুতে একিলিস যে বিলাপ করিয়া ছিলেন তাহ উদ্ধৃত করিয়া দিলাম, পাঠকেরা বুঝিয়া লইবেন যে কিরূপ ৰিলাপ | বীরের উপযুক্ত। একিলিস তাহার দেবী He, deeply groaning—“To this cure of less grief. Not even the Thunderer's faveur i brings relief. ‘. . . .