পাতা:ভারতী ১২৮৪.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১৪ : | এক হিসাবে আমাদের অভাব অত্যন্ত উপ | কারী। অভাব না থাকিলে দেশের বাহিরে ! যাইবার প্রয়োজন হয় না, এবং একটি | প্রদেশের ক্ষুদ্র সীমায় জ্ঞানও সীমাবদ্ধ হইয়া পড়ে। বাণিজ্য দ্রব্যের সঙ্গে সঙ্গে দেশ বিদেশ হইতে জ্ঞানও আহৃত হয়। এইরূপে নানা দেশের ধন লইয়া দেশ ধনশালী হয় এবং নানা জাতির জ্ঞান লইয়। জাতিও জ্ঞানশালী হয়। এই জন্ত বলিতেছি যে, দারিদ্র্য প্রবল ও গবর্ণমেণ্ট অমুদার হইয়া আমাদের দেশের মূলে অনিষ্ট হইতেছে না, বরং তাহা দুরবর্তী মঙ্গলকে আহবান করিতেছে । নানা বাহ কারণে ও জল বায়ুর প্রভাবে { বাঙ্গালীদের এরূপ স্বভাব হইয়া গিয়াছে যে, বরং তাহার না খাইয়া মরিবে, তথাপি '1 পরিশ্রম করিয়া তাহা মিরাকরণ করিবে না, তবে অভাবে তাঁহাদের কি উপকার হইবে ? কিন্তু বিদ্যা যতই প্রচার হইবে, ততই | সেসকল বাধা দূৰ হইবে। কর্তব্য জ্ঞানে }মনের এমন বল জন্মে যে, বাহিরের অনেক বাধা তাহার কোন অনিষ্ট করিতে পারে {ཧ། r এখন দেখা যাইতেছে যে, শিক্ষিত| দের মধ্যে অনেকের বাণিজ্যের প্রতি অনু বাঙ্গালীর আশা ও নৈরাশ্য । এক্ষণে একটি কথা উঠিতে পারে যে,

    • o-oooooooooo,

جن - (ভারতীম ১২৮৪ বহুল রূপে প্রচারিত হইলে জন-সাধারণ শীঘ্রই তাহীদের অনুগামী হইবে । আমাদের উন্নতির দ্বিতীয় বাধা জল বায়ু ভাবিয়া দেখিলে ইহাই প্রতীতি হইবে যে, আমাদের দেশের জল বায়ু কিছু } এত মন্দ নহে যে, তাহা হইতে উদ্ধার পাইবার কোন উপায় নাই। আমাদের দেশে পরিশ্রম করিলেই বল সঞ্চয় করিতে পারা যায়। পল্লীগ্রামের শ্রমশীল কৃষকেরা ত দুৰ্ব্বল নহে। আমাদের মনে উদ্যম জলিয়া উঠিয়াছে, কেবল দুৰ্ব্বল শরীর তাহার বাধা দিতেছে ; কিন্তু এদেশীয় কৃষকদের দ্যায় যদি বল লাভ করা যায় তাহা হইলে আমাদের শরীর আমাদের মনকে সাহায্য করিবে। কর্তব্য জ্ঞান ও শিক্ষা-বলে বলাঁ-" য়াম হুইয়া শ্রমসাধ্য বিষয়ের প্রতি আমাদের অরুচি অস্তহিত হইবে । মন বৃদ্ধ হইয়। গেলেই শরীর বুদ্ধ হয়, আমাদের দেশে অল্প-বয়সেই মহা বিজ্ঞ রকমের চাল চুল প্রকাশ পাইতে থাকে। যতদিন নাচিয়৷ হাসিয়া, ক্রীড়া করিয়া কাটাইয়া দেওয়া | যায়, ততদিন মনে বাৰ্দ্ধক্যের মরিচ পড়িতে . পারে না । যাহা হউক আমাদের দেশের উন্নতির পক্ষে যে দুইটি বাধা বদ্ধমূল इहेब्र { আছে, তাহ নষ্ট করিবার তেমনি দুইটি । অমোঘ উপায় আছে,--ব্যবসায় ও ব্যায়াম। । | |