পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাগল ভ্ৰমিতেছিল হেথায় হোথায়— আজ যেন একটুকু আশ্রয় পাইল হৃদি

যে হৃদয় নিরাশায়, মরু ভূমি হোয়েছিল

1 সরল মুছায়ে দিল অশ্রু বারিধারা, ७२० ।। কবি-কাহিনী । છત્રી માં ન) | আজ যেন একটুকু জুড়াল যন্ত্রণ। সের্থ হোতে হোল আজ অশ্রু উৎসারিত। শ্রান্ত সে কবির মাথা, রাখিয়া কোলের পরে, কবি সে ভাবিল মনে, তুমি কোথাকার দেবী কি অমৃত ঢালিলে গো প্রাণের ভিতর ! ললন তখন ধীরে, চাহিয়া কবির মুখে | |-দূরে সরসীর ধারে, আছে এক চার কুঞ্জ কহিল মমতাময় করুণ কথায়,--- “হোথায় বিজন বনে, দেখেছ কুটার ওই চল পান্থ ওইখানে যাই দুজনায় । বন হোতে ফল মূল, আপনি তুলিয়া দিব, নিঝর হইতে তুলি আনিব সলিল, যতনে পর্ণের শয্যা, দিব আমি বিছাইয়া, সুখ নিদ্রা কোলে সেথ লভিবে বিরাম, আমার বীণাটি লয়ে গান শুনাইব কত কত কি কথায় দিন যাইবে কাটিয়া, হরিণ শাবক এক, আছে ও গাছের তলে সে যে আসি কত খেল খেলিবে পথিক । তোমারে লইয়া পান্থ দেখাব সে বন, কত পার্থী ডালে ডালে, সারাদিন গাইতেছে কত যে হরিণ স্থো করিতেছে খেলা । আবার দেখাব সেই, অরণ্যের নির্বরিণী, আবার নদীর ধারে লয়ে যাব আমি, পার্থী এক আছে মোর, সে যে কন্ড গায় গান নাম ধোরে ডাকে মোরে 'নলিনী নলিনী । যা আছে আমার কিছু সব আমি দেখাইব । সব আমি শুনাইব যত জানি গান STSTSTSMMMS SSSSSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS আসিবে কি পন্থ ওই বনের কুটার মাঝে ?” এতেক শুনিয় কবি চলিল কুটীরে। কি সুখে থাকিত কবি, বিজন কুটীরে সেই দিন গুলি কেটে যেত মুহূর্তের মত— কি শাস্ত সে বন ভূমি, নাই লোক নাই জন শুধু সে কুটীর খানি আছে এক ধারে। অর্ণধার তরুর ছায়ে-নীরব শাস্তির কোলে দিবস যেন রে সেথা রহিত ঘুমারে i পার্থীর অস্ফুট গান, নিবারের ঝরঝর স্তব্ধতারে আরো যেন দিত মিষ্ট করি। আগে একদিন কবি মুগ্ধ প্রকৃতির রূপে, অরণ্যে অরণ্যে একা করিত ভ্ৰমণ, এখন দুজনে মিলি, ভ্ৰমিয়া বেড়ায় সেথ। দুই জন প্রকৃতির বালক বালিকা । স্বদূর কানন তলে, কবিরে লইয়। যেত নলিনী, সে ধেন এক বনেরি দেবতা, শ্রান্ত হোলে পথশ্রমে, ঘুমাঠ কবির কোলে খেলিত বনের বায়ু কুন্তল লইয়1, ঘুমন্ত মুখের পানে, চাহির রহিত কবি--- মুখে যেন লিখা আছে আরণ্য কবিতা । “একি দেবি কলপন, এত মুথ প্রণয়ে যে আগে তাহ জানিতাম না হ ! কি এক অমৃত ধারা, ঢেলেছ প্রাণের পরে হে প্রণয় কহিব কেমনে ? i অন্ত এক হৃদয়েরে হৃদয় করা গে। দান, সে কি এক স্বৰ্গীয় আমোদ । o এক গান গায় যদি, দুইটি হৃদয়ে মিলি দেখে যদি একই স্বপন, এক চিত্ত এক আশা, এক ইচ্ছা জনীর এক ভাবে দুজনে পাগল, হৃদয়ে হৃদয়ে হয়, সে কি গো জুখের মিল,