পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

受乘° · ভারতী মা ১৯৮৪) কবি-কাহিনী । , ৩২১ | এ জনমে ভাঙ্গিবেনা তাহ । • আমাদের দুজনের হৃদয়ে হৃদয়ে দেবী, তেমনি মিশিয়া যায় যদি– _এক সাথে এক স্বপ্ন দেখি যদি দুই জনে তা হইলে কি হয় সুন্দর ! নরকে বা স্বর্গে থাকি, অরণ্যে বা কারাগারে হৃদয়ে হৃদয়ে বাধা হেীয়ে— কিছু ভয় করিনাকে--বিহবল প্রণয় ঘোরে থাকি সদা মরমে মজিয়া । তাই হোকৃ–হোক দেবী, আমাদের দুইজনে সেই প্রেম এক কোরে দিক্ । মজি স্বপনের ঘোরে, হৃদয়ের খেলা খেলি যেন যায় জীবন কাটিয়া ।” নিশীথে একেলা হোলে, এইরূপ কত গান বিরলে গাইত কবি বসিয়া বসিয়া । মুখ বা দুখের কথা, বুকের ভিতরে যাহা দিন রাত্রি করিতেছে আলোড়িত প্রায়, প্রকাশ না হোলে তাহা, মরমের গুরুভারে জীবন হইয় পড়ে দারুণ ব্যথিত । কবি তার মরমের প্রণয় উচ্ছ্বাস কথা কি করি যে প্রকাশিবে পেত না ভাবিয়া। পৃথিবীতে হেন ভাষা নাইক, মনের কথা পারে যাহা পূর্ণ ভাবে করিতে প্রকাশ । ভাব যত গাঢ় হয়, প্রকাশ করিতে গিয়া, কথা তত নাহি পায় খুজিয়া খুজিয়া, বিষাদ যতই হয়, দারুণ অন্তর ভেদী অশ্রুজল তত যায় শুকায়ে যেমন । মরমের ভার সম হৃদয়ের কথা গুলি কত দিন পারে বল চাপিয়া রাখিতে ? একদিন ধীরে ধীরে বালিকার কাছে গিয়৷ | অশাস্ত বালক মত কহিল কতকি। - অসংলগ্ন কথাগুলি মরমের ভাব আরো গোলমাল করি দিল প্রকাশ না করি, কেবল অশ্রীর জলে, কেবল মুখের ভাবে পড়িল বালিকা তার মনের কি কথা ! এই কথা গুলি ষেন পড়িল বালিকা ধীরে “কত ভাল বাসি বালী কহিব কেমনে, তুমিও সদয় হোয়ে, আমার সে প্রণয়ের প্রতিদান দি ও বাল! এই ভিক্ষ চাই ।” গড়ায়ে পড়িল ধীরে বালিকার অশ্রুঞ্জল, কবির অশ্রুর সাথে মিশিল কেমন— স্কন্ধে তার রাখি মাথা কহিল কম্পিত স্বরে , “আমিও তোমারে কবি বাসিনা কি ভাল ?” কথা না রিল আর, শুধু অশ্রুজল রাশি অfরক্ত কপোল তার করিল প্লাবিত । এইরূপ মাঝে মাঝে অশ্র জলে অশ্রুজলে নীরবে গাইত তার প্রণয়ের গীত । অরণ্যে দুজনে মিলি, আছিল এমন মুখে জগতে তারাই যেন আছিল দুজন ; যেন তার সুকোমল ফুলের সুরভি শুধু যেন তারা অঙ্গরার সুখের সঙ্গীত । আলুলিত চুল গুলি, সাজাইয়া বন ফুলে ছুটিয়া আসিত বালা কবির কাছেতে, : একথা ওকথা লয়ে, কি যে কি কহিত বালা কবি ছাড়া আর কেহ বুঝিতে নারিত । কন্তু বা মুখের পানে, সে যে কি রহিত চেয়ে | ঘুমায়ে পড়িত যেন হৃদয় কবির। । কন্তু বা কি কথা লয়ে, সে যে কি হাসিত হাসি ৷ তেমন সরল হাসি দেখেনি কেহই। " - l, আঁধার অমার রাত্রে, একাকী পৰ্ব্বত শিরে; } লেওগো কবির সাথে রহিত দাড়ায়ে, i उनलाख शङ इ*ि विश९ অশনি चांत्र ; Y