পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী মা ১২৮৪) সম্পাদকের বৈঠক। ৩২৭ { তেমনি হৃদয় যদি, ভেঙ্গে চুরে হয় চুর মার, কোনক্রমে বেঁচে থাকে, তবুও সে ভগন হৃদয় । ভগন দর্পণ যথা, ক্রমশঃ যতই ভগ্ন হয়, ততই সে শত শত, প্রতিবিম্ব করয়ে ধারণ, তেমনি হৃদয় হোতে. কিছুইগো যাইবার নয় । হোক্না শীতল স্তন্ধ, শত খণ্ডে ভগ্ন চুর্ণ মন, হউকৃনা রক্তহীন, হীন তেজ তবুও তাহারে, বিনিদ্র জলন্ত জ্বালা, ক্রমাগত করিব দাহন, শুকায়ে শুকায়ে যাবে, অন্তর বিষম শোক ভারে, অথচ বাহিরে তীর, চিহ্নমাত্র না পাবে দর্শন । Byfon. জীবন উৎসর্গ । এস এস এই বুকে নিবাসে তোমার, যুখভ্রষ্ট বাণবিদ্ধ হরিণী আমার, এইখানে বিরাজিছে সেই চির হদি, অণধারিতে পরিবেন তাহ মেঘরাশি । এই হস্ত এ হৃদয় চিরকাল মত তোমার, তোমারি কাজে রহিবে গে রত ! কিসের সে চিরস্থায়ী ভালবাস। তবে, | গৌরবে কলঙ্কে যাহা সমান না রবে ? জানিনা, জানিতে আমি চাহিনী, চাহিন; | দেবতা মুখের দিনে বলেছ আমায়, রক্ষিক, মরিব কিম্বা তোমারি পশ্চাতে । ও হৃদয়ে এক তিল দোষ আছে কিনা, ভালবাসি তোমারেই এই শুধু জানি, ” বিপদে দেবতা সর্ম রক্ষিব তোমায়, অগ্নিময় পথ দিয়া যাব তব সাথে, Moore's Irish melodies. ললিত নলিনী । (কৃষকের প্রেমালাপ । ) ললিত । হ! নলিনী গেছে আহা কি মুখের দিন, দোহে যবে এক সাথে, বেড়াতেম হাতে হান্তে নবীন হৃদয় চুরি করিলি নলিন ! হ! নলিনী কত মুখে গেছে সেই দিন । নলিনী । কত ভাল বাসি সেই বনের ললিত, প্রথমে বলিমু যেথা, মনের লুকানে কথা, স্বৰ্গ-সাক্ষী করি যেথা হয়ে হুরষিত বলিলে, আমারি তুমি হইবে ললিত। ললিত । বসন্ত বিহগ যগ। সুললিত ভাষী, যত শুনি তত তীর, ভাল লাগে গীত ধার, যত দিন যায় তত তোরে ভাল বাসি, * . যত দিন যায় তব বাড়ে রূপ রাশি । নলিনী । কোমল গোলাপ কলি থাকে যথা গাছে দিন দিন ফুটে যত, পরিমল বাড়ে তত, এ ছদয় ভাল বাস আলো করি আছে । সপেছি সে ভালবাসা তোমাৱিগে কাছে।