পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত { মূহুতর রবি কর সুনীল আকাশ হেরিলে শস্যের আশে, হৃদয় হরফে ভাসে তার চেয়ে এ হৃদয়ে বাড়ে গো উল্লাস হেরিলে নলিনী তোর মৃদ্ধ মধু হাস। নলিনী মধু আগমন বার্তা করিতে কৃজিত কোকিল যখন ডাকে, হৃদয় নাচিতে থাকে কিন্তু তার চেয়ে হৃদি হয় উথলিত, মিলিলে তোমার সাথে প্রাণের ললিত । ললিত । কুসুমের মধুময় অধর যখন ভ্রমর প্রণয় ভরে, হরফে চুম্বন করে সেকি এত সুখ পায় আমার মতন যবে ও অধর খানি করি গো চুম্বন ? নলিনী । শিশিরাক্ত পত্র কোলে মল্লিকা হসিত, বিজন সন্ধ্যার ছায়ে, ফুটেসে মলয় বায়ে, সে এমন নহে মিষ্ট নহে সুবাসিত তোমার চুম্বন আহা যেমন ললিত ।

  • ললিত ।

যুক্তক অদৃষ্ট চক্ৰ স্থখ দুখ দিয়া কন্তু দিক রসাতলে, কছু বা স্বরগে তুলে রহিবে একটি চিন্তা জ্বদয়ে জাগিয়া সে চিন্তা তোমারি তরে জানিওগো প্রিয়া সম্পাদকের বৈঠক । : $ (ভারতী মা ১২৮৪ নলিনী । | ধন রত্ন কনকের নাহি ধীর ধারি পদতলে বিলাসীর, নত করিব না শির প্রণয় ধনের অামি দরিদ্র তিখারী, সে প্রণয় ললিত গো তোমারি তোমারি । Burns, বিদায় । যাও তবে প্রিয়তম স্বদুর প্রবাসে নব বন্ধু নব হর্ষ নব মুখ আশে । স্বন্দরী রমণী কত, দেখিবে গো শত শত | ফেলে গেলে যারে তারে পড়িবে কি মনে ? ] তব প্রেম প্রিয়তম, অদৃষ্টে नाहेक भग সে সব রাশা সখা করি না স্বপনে কাতর হৃদয় শুধু এই ভিক্ষ চায় ভুল’ ন! আমায় সখ। ভুল না আমায়। স্মরিলে এ অভাগীর যাতনার কথা, যদিও হৃদয়ে লাগে তিল মাত্র বাথ, মরমের আশা এই, থাক্ রুদ্ধ মরমেই কাজ নাই ছুধিমীরে মনে করে আর । কিন্তু দুঃখ যদি সপ, কখন গো দেয় দেখা মরমে জনমে যদি যাতনার ভার, ' ও হৃদয় সাম্বনীর বন্ধু যদি চায় ভুল না তামায় সপ। ভুল না আমায় । Mrs. Opie.