পাতা:ভারতী ১২৮৪.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশ পায় । ভারতী শ্রী ১২৮৪) অফিকার নিগ্রেগণ এবং বাঙ্গালীর মঙ্গ রেকোন উচ্চ স্থানে আরোহণ করিবার সময়বানরের ন্যায় পায়ের রদ্ধাঙ্গুষ্ঠ বাহার করিয়া থাকে। প্রমাণটি চমৎকার হইয়াছে ! I হেকেল সাহেব বলেন যে, যে জাতীয় বানর হইতে মনুষোর উৎপত্তি তাহার লোপ হই যাচ্ছে। আমরা বলি সে জাতীয় বানর এখনও বর্তমান আছে। হেকেল সাহেবের ন্যায় আমরাও একটি অকাট্য প্রমাণ দিতে পারি। জাহাজী গোরার লালবাজারে উঠিয়াই এক ছড়া কলা ও এক যোড়া বানর ক্রয় করে । ইহাতে তাহদের নাড়ির টান বিলক্ষণ একজন ইংরাজ করি ও won Fellow feeling makes us wondrous kind. একট চতুর বৃদ্ধ বানর।—এক জন ফরাসী পত্ৰলেখক লেমড় নামক পত্রিকায় এই কৌতুকাবহ ঘটনাট বর্ণনা করিয়াছেন । i টনিস ভাল রেপরিক প্রদেশে কাফি ক্ষেত্রে । বানরের বড় উৎপাৎ । কাফি ব্লক্ষের মধ্যে এক প্রকার ঝোপ জন্মায়, গুড়ি ঘেঁসিয়া তাহার ফল বাহির হয়—এক জাতীয় বো{ লত। এই ঝোপ-গাছে চাক্‌ করিয়াছিল । ঐ ফলের উপর বানরদিগের বড় লোভ,কিন্তু বোলতার ভয়ে তাহারা স্পর্শ করিতে পারে না। এক দিন প্রাতঃকালে ঐ কাফিক্ষেত্রের অধিকারী হঠাৎ একটা ভয়ানক চিৎকার শুনিতে পাইলেন-এবং উহার छूत्रबैौन দিয়া নিম্নলিখিত ব্যাপারটা দেখিতে লাগি| লেন-একট দলপতি প্রবীণ বানর কতক গুলি ছোট ছোট বানরকে ধরিয়া সেই "সম্পাদকের বৈঠক কক্ষ হইতে পারে না। গুটি-পোকার গুটি । ঝোপের উপর নিক্ষেপ করিতেছে—ছোট । ছোট বানরের চিৎকার করিতেছে, তথাপি ঐ বৃদ্ধ বানর তাহাদিগের আর্বনাদে কর্ণপাত না করিয়া বারংবার তাহাদিগকে ঐ ঝোপের উপর ছুড়িয়া ফেলিতেছে—এইরূপে : বোলতার চাক্‌ গুলি ভাঙ্গিয়া ভূমিতে পড়িল । ঐ ছোট ছোট বানর বেচারাদিগের । উপর বোলতার কাকে বীকে আসিয়া পড়িল । এই অবকাশে ঐ রন্ধ বানর | কেমন অম্লান বদনে ফলারে বসিয়া গেলেন; | মাঝে মাঝে অনুগ্রহ করিয়া তাহার আহা । রাবশিষ্ট উচ্ছিন্ট বানরী ও বানর-শিশু- | দিগের নিকট নিক্ষেপ করিতে লাগিলেন । পরের মাথায় কিরূপে কাঠাল ভাঙ্গিয়া থাইতে হয় তাহ। এই স্থবিজ্ঞ বানরটার নিকটে বোধ হয় ইংরাজ রাজনীতিজ্ঞ পণ্ডিতের শিক্ষা লাভ করিয়াছেন । লুঙ্গতন্ত --মাকড়শার জালকে { অনেক প্রকার কাজে লাগানো হইয়াছে । দূরবীক্ষণ-যন্ত্রে যে সূক্ষ চুল দেখিতে পাওয়া যায় তাহাও লুতাতম্ভ। এক শতাব্দী হইল বোয় অফ লাঙ্গেডক নামক ব্যক্তি লুতাতন্তু দ্বারা এক জোড়া মোজা ও এক । জোড়া দস্তান প্রস্তুত করেন। সেই মেজি | ও দস্তান খুব মজবুৎ হইয়াছিল। এই রূপ চেষ্টা আরও অনেকে করিয়াছিলেন । কিন্তু । রেয়োমূর সাহেব বলেন যে, কাঠিন ও উজ্জ্বলতা সম্বন্ধে লুতাতন্তু রেশর্মের সম | ওজনে তিন কিম্বা চারি গ্রেণ হইবে । । ২৩.৪ গুটি পোকা হইতে অৰ্দ্ধ সের রেশম |