পাতা:ভারতী ১২৮৪.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৬, সম্পাদকের է ծ* :

    • ee

(ভারতী শ্রা ১২৮৪ উৎপন্ন হয় । কিন্তু মাকড়সার থলি পরিস্কার করিয়া ওজন করিলে এক গ্রেণের { তৃতীয়াংশেরও অধিক হয় না। কুকুরগণ অনেক কাজে লাগে। — বোধ হয় এ কথাটী সকলে জানেন না, যে সান ফুনেসিসকোতে কতকগুলি লোক মৃত কুকুরের কারবার চালাইতেছেন । র্তাহার কুকুরের মৃতদেহ ক্রয় করিয়া তাহাদের | কারখানায় পাঠাইয়া দেন। সেখানে প্রথমত তাহদের চৰ্ম্মে দস্তান প্রস্তুত হইয় বাজারে বিক্রীত হয়, তৎপরে তাহাদিগের ত্বক-বিমুক্ত দেহ গুলিকে একটা বৃহৎ হাড়িতে নিক্ষেপ করিয়া জাল দেওয়া | श्ञ । এই প্রক্রিয়ায় ক্রমে তাহীদের মাংস | গুলি অস্থি হইতে বিশ্লিষ্ট হুইয়া পড়ে । —এই অস্থিগুলি চিনি-শোধকদিগের নিকট ਵਿੱਚ হয়। চিনি-শোধকের অস্থি চূর্ণ করিয়া তদ্বারা চিনি পরিষ্কার করে। ঐ মৃতদেহ গুলি জাল দিবার সময় যে | তৈল উপরে ভাসিয়া উঠে, সেই তৈল তুলিয়া লইয়া তত্ত্বারা কৃত্রিম কড়লিভর| अईल अंञ्चउ झग्न ; gद९ श्रदभिप्ले टेउल | শূকরদিগকে পুষ্ট করিবার জন্য ব্যব: হৃত হয় । চতুষ্পদ মৎস্য —সেরমান ও | কোলেরাডোর নিকট, সমুদ্র সমতল হইতে মৎস্য উভচর এবং চতুষ্পদ। স্থলে চলি বার সময় পদ ব্যবহার করে এবং জলে so

}৮,২• ফিন্টু উপরে এক প্রকার আশ্চর্য| জনক চতুষ্পদ মৎস্য দেখা যায়। এই | সীতার দিবার সময় পা-গুলি ওটাইয় রাখে এবং তাছাদের গ্রীবাদেশের চতু র্দিক হইতে গোলাকার পর্দা পর্দা ডানা নির্গত হয় এবং এই ডানার সাহায্যে তাহারা সস্তরণ করে। চতুষ্পদ মৎস্য তো আবিষ্কৃত হইল কিন্তু চতুষ্পদ মমুষ্যের কি এখনও আবিষ্কার হয় নাই ? চীনদেশীয় বহুরূপী বৃক্ষ — প্যারিস নগরের জার্ড ডে প্লীত নামক সাধারণ উদ্যানে সম্প্রতি এক প্রকার নূতন ৱক্ষ চীন দেশ হইতে আনীত হইয়াছে । ইতিপূর্বে ইউরোপে তাহা কখন আইসে নাই। দিনের মধ্যে তিন বার করিয়া ইহার ब्र६ दमल इंग्न । প্যারিস নগরে প্রত্যহ বিবিদিগের পরিচ্ছদের যত প্রকার রং ও ঢং বদল হয় তাহ অধিকতর আশ্চর্যোর বিষয় সন্দেহ নাই। মনুষ্য জাতির মধ্যেও একদল বহুরূপী আছেন, তাছারাও সময় যে আশ্চৰ্য্য হইতে হয়। বৃহৎ পদ্ম-পৰ্ণ –গাড়নার্স ম্যাগাজিন বলেন গেণ্ট নগরীয় বোটানিক্যাল গার্ডেনের তত্ত্বাবধায়ক ভন স্থূল সাহেব দেখিয়াছেন যে তথাকার একটী ভিক্টোরিয়া তাহার উপর অনায়াসে দাড়াইতে পারে। বুঝিয়া এত প্রকার রং বদলাইতে পারেন । পদ্ম-পত্ৰ সাড়ে নয় মন ভার বহন করিতে । পারে—মনে করুন—প্রায় পাঁচ জন মঞ্জুষা | সাবান তৃণ —স্বতন মেকুসিকোয় এক প্রকার তৃণ আবিষ্কৃত হইয়াছে, যেখা নকার অধিবাসির তাছার মুল সাবানের

  • .*.