পাতা:ভারতী ১২৮৪.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী ভা৯২৮৪) গঞ্জিকা t বালিক উত্তর করিলেন “আমি আরণ্যক দৃশ্যের স্কেচ্‌ তুলিতেছিলাম আর অামার গাউনের আঁচল ঘেঁসিয়া কেমন একটা জন্ত— বোধ হয় শৃগাল-দৌড়িয়া চলিয়া গেল, তাহ দেখিয়া আমি অত্যন্ত ভয় পাইয়াছি। রাম –হাত দিয়া মুখ ঢাকিয়া আছেন ! ८कन ? বালিকা —আমার ভয় হইতেছে পাছে আবার শৃগালটা আসে—আমাকে যদি কেউ, এই অরণ্য-পথের রক্ষক হইয়া, আমার বাড়ি পর্যন্ত পৌছাইয়া দেন, তবে আমি তাহাকে ধন্যবাদ দিই । রাম –তার জন্য চিত্ত। কি ? এই বলিয়া বালিকাকে উঠাইয়া ভঁহিকে বলিলেন “আমি কি আপনাকে বাহুদান করিতে পারি?” সীতা বলিলেন “ধন্যবাদ আপনাকে।” রাম হস্ত বাড়াইয়া দিলেন ; বালিকা ঈষৎ বুধ করিয়া তাহা গ্রহণ করিলেন এবং বলিলেন “আপনি যে আমাকে { এই মহা বিপদ হইতে উদ্ধার করিলেন তাহার ঋণ আমি কিরূপে পরিশোধ করিব ?” § রাম।—আমি যে উপকার করিলাম ! তাহ অতি সামান্য । { বালিকা। ও-কথা বলিবেন না— { আপনার মায় বীর পুরুষ উপস্থিত না } থাকিলে নিশ্চয়ই আজ শৃগালের হস্তে { প্রাণ হারাইতাম । | রাম -আমি থাকিতে আপনার কোন * ভয় নাই । এক্ষণে পরস্পরের निरुप्ले छांद्र { অপরিচিত থাকা কৰ্ত্তব্য নয়। আমার নাম l ধারণ বীরত্বের বৃত্তান্ত পাঠ করিয়া আমি রাম-আপনার নাম জিজ্ঞাসার স্পৰ্দ্ধা কি ! মার্জন করিবেন ? বালিকা —আমার নাম মিস্ সীতা । জনক । - রাম। ও! আপনি হিজ মাজেক্ট | তেছে না—প্রথম দৃষ্টিতেই আপনাকে আমি ভাল বাসিয়াছি । এ ভক্ত কিঙ্কর কি আপ: { নার পাণি গ্রহণের আশা করিতে পারে ? { সীতা —{ সলঞ্জ ভাবে ) সে পিতা | জানেন । d রাম —তার কাছে কি আমি প্রস্তাব t করিতে পারি ? তিনি সম্মত হইলে আপ- | নার কোন আপত্তি থাকিবে না ? সীতা বৃষ করিয়া নিরুত্তর হইলেন। এইরূপ কথোপকথন করিতে করিতে | উভয়ে জনক রাজার প্রাসাদে পৌঁছিলেন। ! রাম জনক রাজার নিকটে গমন পূর্বক | আপনার কুলের পরিচয় দিয়া বলিলেন । “আপনার কন্যার হস্তের নিমিত্ত আমি { উমেদার।” জনক রাজা বলিলেন “অতি উত্তম । কিন্তু আমার একটি বন্দুক-ভঙ্গ । পণ আছে, তাহার আমি অন্যথা করিতে | পারি না। আমি টাইমূদ্র সংবাদ পত্রে দেখিয়াছিলাম যে, কোন পৰ্য্যটক আফ্রিকা | বালী গরিলা নামক বীর চূড়ামণিকে | বন্দুক মারিতে যাওয়াতে তিনি তাহার বন্দুক কাড়িয়া লইয়া এক মোঁচড়ে দ্বিখণ্ড । করিয়া ভাঙ্গিয় ফেলিলেন । এইরূপ অসা- {