পাতা:ভারতী ১২৮৪.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S SAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ভারতী শ্রী রচs) ভারতী । उ। আমরা ভাই বন্ধু একত্র হুইয়া ভারতীকে আবাহন পুৰ্ব্বক এই ত প্রতিষ্ঠা করিলাম । এক্ষণে ভারতীর বরপুত্ৰগণ অগ্রসর হইয় তাহার ঘtছাতে রীতিমত সেবা চলে, তাহার ব্যবস্থা করুন ; ভারতীর আশীর্বাদে তাহারদের মনস্কামনা পূর্ণ হইবে । حسین بسیج سید محمد ভারতী । তাহা অস্তহিত হইবে না । তোমার প্রসাদাৎ আমরা দুর্বল হইয়াও সবল, গত শ্ৰী হইয়াও নবঞ্জ, নিজীব হইয়াও সজীব । আমাদের প্রতি এই যে তোমার অনিমেষ কৃপাদৃষ্টি,তামরা আমাদের নিজ দোষে যেন তাহা না হীরাই, এই আমাদের প্রার্থনা ।” i শুধই অগ্নি গে। ভারতী তোমায় বিশাল ভারত গভীর নীরব তোমার ওীণ নীরব কেন ? গভীর অর্ণধার যেদিকে ঢাষ্ট । কবির বিজন মরমে লুকায়ে তোমারে কি বীণ ভারতী জননি নীরবে কেন গে। কঁাদিছ হেম ? তোমারো কি ধীণ নীয় স্ব হবে ? অযতনে মাছ। সাধের বীণাট ভারতের এই গগন ভরিয়া ঘুমায়ে রয়েছে কোলের কাছে, ও বীণা আর না বাজিবে তবে ? অযতনে আহা এলো থেলে৷ চুল ন না গো ভারতী নিবেদি চপ্পণে এদিকে ওদিকে ছড়িয়ে আছে । কোলে তুলে-লও মোহিনী বীণ ! কেন গে! আজিকে এ ভাব তোমার বিলাপের ধ্বনি উঠা ও জননি, কমলবাসিনী ভারতী রাণী দেখিব ভারত জগিলে কি ল{ ? মলিন মলিন বসন ভূষুণ অযুত অযুত ভারতনিবাসী l মলিন বদনে নাহিক বাণী ! কfদয়া উঠিবে দারুণ শোকে , তবে কি জলনি অমুতভাষিণি সেরোদনধ্বনি পৃথিবী ভৰিয়। তোমার ও বীণ নীরব হবে ? উঠিবে জননি দেবতা লোকে । ভারতের এই গগন ভরিয়া प्टो पनि म! झझ ठाश्रक्ष छशछि | ও বীণা আর না বাজিরে তবে ? তুলিয়া লওগো বিজয় ভেরী ! দেখ তবে মাতা দেখ গে। চাহিয়৷ বাজাও জলদ গভীর গরজে - তোমার ভারত শ্মশান পার । অসীম আকাশ ধবনিত করি । । ঘুমায়ে দেখিছে মুখের স্বপন গাওগো হুতাশ পূরিত গান নরনারী সব চেতন-হারা ! জ্বলিয়া উঠুক অযুত প্রাণ w যাহা কিছু ছিল সকলি গিয়াছে উখলি উঠুক ভারত-জলধি । - _সেদিনের আর কিছুই নাই,