পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । 、ダ、ジx^。 - ****、*、*、*、*****************、*、******。や>**ぶべ*、*、*、*。ヘ***、*、*、**ュ*****、*、*ヘヘヘヘヘ*。 আচাৰ্য্য কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য মহাশয়ও পুরাতন প্রসঙ্গে’ বলিয়াছেন, “গ্রন্থখানির মূল্য আছে। হুতোম প্যাচার মধ্যে যথেষ্ট লোকজ্ঞতা ও পরিহাসরসিকত; প্রদর্শিত হইয়াছে। # # As an early specimen of that type of writing it deserves not to be forgotten azt Ff5 fĘFitzg হুতোম ঈশ্বরচন্দ্র গুপ্তের ও ‘গুড়গুড়ে ভট্টাচার্য্যের লেখার চেয়ে অনেক অংশে শ্রেষ্ঠতর।” বঙ্গীয় সাহিত্য সম্মিলনের ষষ্ঠ অধিবেশনের সভাপতি, প্রসিদ্ধ সাহিত্যসেবা প্রযুক্ত অক্ষয়চন্দ্র সরকার মহাশয় বলিয়াছেন – “বিশুদ্ধ সহজ বাঙ্গালায় সুন্দর গদ্য হয়, প্যারীচঁাদ হইতে ইহা শিখিয়াছিলাম। সঙ্গে কালীপ্রসন্ন সিংহের নাম করিতে হইবে । বঙ্কিমবাবু মিত্ৰজার গ্রন্থ দেখাইয়া রত্নোদ্ধার করিতেছিলেন। তখন র্তাহার কালীপ্রসম্নের কথা বলিবার প্রয়োজন হয় নাই, আমাদিগকে এখন বলিতে হইবে। আমরা যখন নিতান্ত বালক, তখন “হুতোম প্যাচার নক্স’ প্রকাশিত হইল। তাহার ভাষার ভঙ্গীতে, রচনার রঙ্গেতে একেবারে মোহিত হইয়াছিলাম। তখন হইতে বুঝিয়াছি, আমাদের মাতৃভাষায় বাজী খেলান যায়, তুবড়ি ফুটান যায়, ফুল কাটান যায়, ফুয়ারা ছোটান যায়। আমাদের মাতৃভাষা সর্বাঙ্গে রঙ্গময়ী।” সুপ্রসিদ্ধ “বিশ্বকোষ” সম্পাদক লিখিয়াছেন – “বাঙ্গালায় অমিত্রাক্ষর ছন্দ, মাইকেল যে ছন্দে ‘মেঘনাদ বধ লিখিয়া অমর হইয়া গিয়াছেন, কালীপ্রসন্ন তাহার পূর্বে