পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 4ו < ) কৃষ্ণদাস আনীত হইলেন। সকলেই মনে করিলেন, কৃষ্ণদাস নবাবের সমীপস্থ হইলেই তিনি কৃষ্ণদাসের শিরচ্ছেদনের আজ্ঞা প্রদান করিবেন। কৃষ্ণদাসও ঐরূপ আশঙ্কা করিয়া, ইষ্ট দেবতার নাম স্মরণ করিতে করিতে প্রহরি পরিবেষ্টিত হইয়া বন্দিবেশে নবাব সমীপে উপস্থিত হইলেন এবং প্রচলিত রীতি অনুসারে তাহাকে অভিবাদন করিলেন। পিতার হ্যায় কৃষ্ণদাসও সাতিশয় স্বপুরুষ ছিলেন। কৃষ্ণদাসের অনিনানীয় মুখকান্তি এবং যৌবনমুলভ লাবণ্য নিরীক্ষণ করিয়া নবাবের মতি পরিবর্তিত হইল। যে কৃষ্ণদাসের উদেশে এই বিপুল আয়োজন করিয়া কলিকাতা আক্রমণ করা হইয়াছিল, সিরাজ সেই কৃষ্ণদাসের জীবন সংহার না করিয়া তাহাকে বহুমূল্য পরিচ্ছদ প্রদান করিলেন এবং দরবারে উপবেশন করিবার অনুমতি প্রদান করিয়া সম্মানিত করিলেন (১)। অতঃপর নবাব মাণিকৰ্চাদের হস্তে কলিকাতা (১) "সিরাজউদৌল্লা” প্রণেতা অক্ষয় বাবু বলেন, মতিঝিল আক্রমণের প্রাক্কালে সিরাজের সহিত রাজবল্লভের সন্ধি হইয়াছিল এবং রাজবল্লভ পূৰ্ব্ব পদগোঁৱৰে সিরাজের দরবারে অবস্থান করিতেছিলেন । কলিকত৷ জয়ের পর সিরাজ যে কৃষ্ণদাসের প্রতি সদয় ব্যবহার করিয়াছিলেন ঐ সন্ধিই তাহার একমাত্র কারণ।" এ পর্য্যন্ত যত ইতিহাস পাঠ করিয়াছি, তাহাতে অক্ষয় বাবুর এই উক্তি সমর্থক কোন প্রমাণ পাই নাই। অক্ষয় বাবুকে লিথিয়াও এবিষয়ের কোন সদুত্তর লাভ করিতে সমর্থ হই নাই । অৰ্ম্মি-লিখিত ইতিহাসপাঠে অবগত হওয়া যায় যে, সিরাজের সময় রাজবল্লভ ঢাকার শাসন-কর্তৃপদ হইতে অপসারিত হইয়াছিলেন এবং ঐ ৰিভ'শ্নের শাসনভার রায় দুলক্তের হস্তে স্তন্ত হইয়াছিল ; পরে মীরজাফরের শাসন সময়ে রাজবল্লভ পুনরায় এই পদ লাভ করেন। অক্ষয় বাবু যে বলেন, রাজবল্লভ সিরাজের দরৰারে পুর্বপদগৌরবে ছিলেন, এতদ্বারা তাহার খণ্ডন হইতেছে। প্রকৃত প্রস্তাৰে ঘে কাল পর্য্যন্ত সিরাজ বাঙ্গালার সিংহাসনে অধিরূঢ় ছিলেন, ঐকাল পৰ্য্যস্ত রাজবল্লভ কোন রাজকাৰ্য্যেই নিযুক্ত ছিলেন না। অতএব কৃষ্ণদাসের প্রতি সিরাজের অপ্রত্য। 38