পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৭৬ ) রক্ষার ভার অর্পণ করিয়া সমস্ত বন্দীর সহিত মুরশিদাবাদে প্রস্থান করিলেন। এই আক্রমণের সময় জগন্নাথ সিংহের অনুরোধক্রমে নবাবসৈন্তগণ আমিনচাদের গৃহে কোন অত্যাচার করে নাই (১)। সুতরাং ঐস্থলে রাজবল্লভের যে সমস্ত ধনরত্ন গচ্ছিত ছিল, তাহা সম্ভবতঃ সমস্তই রক্ষা পাইয়াছিল। শিত অনুগ্রহ প্রদর্শন সম্বন্ধে অক্ষয় বাবু যে কারণ নির্দেশ করেন, তাহ৷ সত্য বলিয়। গ্রহণ করা যায় না । কেহ কেহ বলেন, কলিকাত জয় করিয়া সিরাজ নিরতিশয় উল্লাসিত হইয়াছিলেন এবং কৃষ্ণদাসকে এই সৌভাগ্যের নিদান-স্বরূপ মনে করিয়া তিনি তৎপ্রতি ঐরূপ সদয় ব্যবহার করিয়াছিলেন । কৃষ্ণদাসের অনিন্দনীয় দেহকান্তি অবলোকন করিয়া সিরাজ যে তৎপ্রতি সদয় হইয়াছিলেন, তাহ অনুমান করাও অসঙ্গত নহে। “সুন্দর মুখের জয় সৰ্ব্বত্র” ইহা একটি সৰ্ব্বজন-বিদিত সত্য । কৃষ্ণদাস সিরাজ অপেক্ষ কিঞ্চিৎ বয়ঃকনিষ্ঠ ছিলেন। অস্থিরমতি সিবাজ সাময়িক উত্তেজন বশতঃ যে রূপ-যৌবন সম্পন্ন কৃষ্ণদাসের প্রতি অনুগ্রহ প্রদর্শন করিয়াছিলেন, তাহাও বোধ হয় অনুমান করা যাইতে পারে। (3) Consultation, dated the 17th April, 1758–Long's Unpublished Records of Government: From 1748 to 1708, Page 141.