পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২১৪ ) উপর এরূপভাবে সংস্থাপিত করা হইল যে, সৈন্তগণ মনে করিল মীরণ পীড়িত হইয়। ঐস্থচ্ছে.শায়িত আছেন। এই সমস্ত অনুষ্ঠান শেষ করিয়া কর্ণেল :*: দুর্ভস্থ সিংহ ও রাজবল্লভ স্ব স্ব সেনাদলসহ খাদেম হাসনের দিকে অগ্রসর হইলেন, এবং মীরণের মৃতদেহ পূৰ্ব্বোক্ত অৰস্থায়ু ৰাজবল্লভের সেনাদলের সঙ্গে সঙ্গে চলিল। ক্রমে সমবেত সৈন্যদল খাদেম হাসনের সন্মুখীন হইয়া তাহাকে পরাভূত করিয়া বেতিয়ায় সমুপস্থিত হইল। । - - মীরণ নিয়মিতরূপে সৈন্তগণকে বেতন প্রদান করিতেন না, সুতরাং এই সময় প্রায় এক লক্ষ টাকা তাহাদিগের বেতন বাবদ প্রাপ্য ছিল। মীরণের মৃত্যুসংবাদ অল্পকাল মধ্যেই রাষ্ট হইয়া পড়িল এবং সৈন্তগণ প্রাপ্য বেতনের নিমিত্ত সাতিশয় কোলাহল আরম্ভ করিল। রাজবল্লভ ঐ অশাস্ত সৈন্তগণকে কোনরূপে প্রবোধ দিয়া, দুৰ্জ্জয় সিংহ ও কর্ণেল কলিয়ড্‌ সহ পাটনায়ু উপস্থিত হইলেন। এ স্থলে ঐ সৈন্তগণ পুনরায় কোলাহল উথাপিত করিল। তৎকালে রাজবল্লভের হস্তে এক কপর্দকও ছিল না, সুতরাং তিনি তাছাদের প্রাপ্য পরিশোধ করিতে অক্ষম হইলেন। এক্ষণে তাহারা এত উগ্ৰমূৰ্ত্তি ধারণ করিল যে, পাটনা নগরীতে ৰিষম হুলস্থল পড়িয়া গেল । কয়েক দিবসের নিমিত্ত হাট ষাট ও বাজার বন্ধ হইল, এবং স্বয়ং রাজবল্লভ তাহীদের হস্তে প্রায় বন্দীর ন্যায় কালষাপন করিতে লাগিলেন। অগত্যা তিনি পাটনার কুঠার ইংরেজ অধ্যক্ষ অমিয়ই সাহেবের শরণাপন্ন হইলেন, এবং উহার নিকট হইতে ধারে বনাত ক্রয় করিয়া সৈন্তগণকে বেতন স্বরূপ প্রদান করিলেন। এই উপায়ে তিনি উপস্থিত ৰিপদ হইত্তে রক্ষা পাইলেন (১)। (1) The news of the quarrel of the Sepoys, formerly the deceased Nawab's, with Maharaja Rajballab for their wages and of his going to the city, I have before wrote you. Maharaja is greatly ashamed and dis.