পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in অতসী মামি SRS S নিজের চোখে আমার অবস্থা দেখলে, এবারও কি আমার একটা ব্যবস্থা করবে না ? নিশ্বাস ফেলিয়া,-- -তোমার ধর্ম তুমি করবে, আমি আর কী বলব বল। কিন্তু আমাকে পেট ভরে খেতেও দেয়। না মুকুলদা। শশীমুখীর সঙ্গে মুকুলের দেখা হইল অনেক পরে। আগে সে যে ঘবে থাকিত সেই ঘরেই তার বিছানা হইয়াছিল। বিবাহে যৌতুক পাওয়া খাটে ফুলশয্যার রাত্রে শোয়া ভাঙা স্প্রিং-এর গদিতে মুকুলের স্বেপার্জিত টাকায় কেনা তোশকে ফুলকটা বোম্বাই চাদর বিছানো শয্যা। বিবাহেব পূর্বে শশীমুখীর সঙ্গে মুকুলের পাঁচশ বৎসর দেখা হয় নাই, ফুলশয্যার বিছানায তাই সত্যিকারেব ফুল ছিল, এবারের বিরহ মোটে পাঁচ বছরের, বিছানায় তাই সূতার ফুল। দরজাব বাহিবে ভিজা মুখখানা আঁচলে মুছিয়া ফেলিয়া শশীমুখী। ঘরে ঢুকিল। প্রেমে নয়, উত্তেজনায় নয়, ভয়ে তাহার বুক টিপঢিপ করিতেছে। স্বামী যখন আজও কাছে থাকিত কালও কাছে থাকিত, তখনও তাহার মন জোগাইয়া চলা সহজ ছিল না, রোজই ভালোবাসার পরিচয় দিতে হইত, ঘুমেব জন্য মবিন্যা গেলেও বলিতে হইত ঘুম পায় নাই, হােত অবশ হইযা আসিলেও বলিতে হইত, আর একটু বাতাস কবি। কিন্তু তখন ধাৰাবাধা নিয়ম ছিল, মুকুল ভালো করিয়া নির্দেশ করিয়া দিয়াছিল। কী ভাবে তাহাকে ভালোবাসিতে হইবে, মুকুলের হৃদযকে নকল কবিয়া চলিলেই তখন বেশ দিন কাটিত। আজিকাব অসাধাবণ অবস্থায় কী কবা দরকাব কিছুই শশীমুখী ভাবিয়া পাইতেছে না। মাসটালেব কাছে পডা দেওয়ার মতো করিয়া সে তাই বলিল, ভালো ছিলে ?