পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्विजैौद्रः खश् । \o স্বাক্ষ —( শস্ত্র আকর্ষণ করিয়া বাস্তসমস্ত ভাবে.) আমি থাকতে কার সাধ্য কুসুমপুর অবরোধ করে ? প্রবীরক ! প্রবীরক ! প্রাকারের চারিধারে ধনুধারী লোক শীঘ্র করহ স্থাপন, শত্ৰু-করি-ভেদ-ক্ষম গজবৃন্দ পুরদ্বার করুক রক্ষণ, ত্যজিয়া মরণ-ভয় নাশিতে দুৰ্ব্বল শক্র বাসনা যাদের, মোর সমে একপ্রাণে অভিলাষ করে যারা অভীষ্ট যশের, নির্গত হউক তার। পুর হতে, বিলম্ব না করি’ তিলদ্ধের ॥ বিরা —অমাতা মশায়! উদ্বিগ্ন হবেন না—আমি পূৰ্ব্ব বৃত্তান্ত বর্ণনা করছিলেম । রাক্ষ —ও !—পূৰ্ব্ব-বৃত্তান্ত ? আমি মনে করছিলেম, বর্তমানের কথা বলচ । ( শস্ত্র ত্যাগ করিয়া সাশ্র লোচনে ) হা মহারাজ নন্দ ! সেই সময়ে তুমি আমার প্রতি যেরূপ অনুগ্রহ প্রকাশ করতে, আমার তা বিলক্ষণ স্মরণ আছে। মেঘনীল গজ-ঘটা যেথায় চলিছে, “রাক্ষস যেন গো ষায় এখনি তথায় ।” চঞ্চল তরঙ্গগতি অশ্বসৈন্য যেথা, “এখনি রাক্ষস যেন সেই স্থানে ধায়।” “বিপক্ষ-পদাতি-সৈন্ত নাণ্ডক রাক্ষস,” এইরূপ কত আজ্ঞা দিতেন অজস্র ।