পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為R মুর্শিদাবাদের ইতিহাস । রাঙ্গামাট বা কাণসোনা তাম্রলিপ্তি হইতে ঠিক উত্তরপশ্চিমে ন হইলেও তাম্রলিপ্তিপ্রদেশ হইতে কর্ণসুবর্ণরাজ্য যে উত্তর পশ্চিমে অবস্থিত ছিল, সে বিষয়ে সন্দেহ নাই, এবং হিউয়েন সিয়াঙ্গ তামলিপ্তিপ্রদেশ হইতে কর্ণসুবর্ণরাজ্যে উপস্থিত হওয়ার কথাই বলিয়াছেন । বিশেষতঃ কর্ণসুবর্ণ হইতে দক্ষিণপশ্চিমে উড়িষ্যাপ্রদেশে গমন করায়, রাঙ্গামাট কর্ণসুবর্ণের রাজধানী হওয়ার পক্ষে কোন গোলযোগেরই সম্ভাবনা নাই । আবার জীবনবৃত্তান্তে স্পষ্টীক্ষরে লিখিত আছে যে, হিউয়েন সিয়াঙ্গ পৌণ্ডবৰ্দ্ধন হইতেই কর্ণসুবর্ণে গমন করিয়াছিলেন। মালদহপ্রদেশ পৌণ্ডবৰ্দ্ধন হইলে তাহার নিকটস্থ কর্ণসুবর্ণের রাজধানী রাঙ্গামাট হওয়ারই অধিকতর সম্ভাবনা। সুতরাং সিওর্কী ও জীবনবৃত্তান্তে হিউয়েন সিয়াঙ্গের কর্ণসুবর্ণে উপস্থিতিসম্বন্ধে কিছু কিছু অনৈক্য থাকিলেও কর্ণসুবর্ণের অবস্থানসম্বন্ধে ষে কোনই অনৈক্য নাই, তাহা বেশ বুঝা যাইতেছে। উক্ত গ্রন্থদ্বয় হইতে রাঙ্গামটির অবস্থানানুসারে তাহাকে কর্ণসুবৰ্গরাজ্যের রাজধানী বলিয়া স্থির করা যাইতে পারে। এক্ষণে হিউয়েন সিয়াঙ্গ কর্ণসুবর্ণসম্বন্ধে যেরূপ বিবরণ প্রদান aw করিয়াছেন তাহারই উল্লেখ করা যাইতেছে। সিও দিরাকথিত কীতে লিখিত আছে যে, কর্ণসুবর্ণরাজ্যের পরিধি কর্ণাবর্ণের প্রায় ১৫০ ক্রোশ ও রাজধানী প্রায় ২ ক্রোশ " বিস্তৃত ছিল। ইহাতে অনেক লোক বাস করত। গৃহস্থের ধনশালী ও স্বচ্ছন্চিত্ত ছিল। ভূমি নিম্ন ও চিঙ্কণ, এবং তাহ রীতিমত কর্ষিত হইয়া নানাপ্রকার ফুলফল উৎপাদন করিত। জলবায়ু স্বাস্থ্যকর ও লোকের আচার ব্যবহার বিনয়