পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిక్ష్మి মুর্শিদাবাদের ইতিহাস। সমসাময়িক ধৰ্ম্মপালের রাজত্বারম্ভ অনায়াসে ৭০৭ শাকে হইতে পারে । ধৰ্ম্মপালের সময়সম্বন্ধে আরও দুই একটী বিশিষ্ট প্রমাণ দেওয়া যাইতেছে। প্রভাবকচরিতপ্রভৃতি জৈনগ্রন্থ হইতে পূরপাল বা বল্পভটির বিবরণ অবগত হওয়া যায়। প্রভাবকচরিতে লিখিত আছে যে, ৮০৭ সম্বতে বা ৬৭৩ শাকে শূরপাল বা বপ্লভাটর দীক্ষা হয়, সেই সময়ে কনৌজে যশোবন্ম নামে রাজা রাজত্ব করিতেন। তাহার মৃত্যুর পর তৎপুত্র আমরাজ কান্তকুজের অধীশ্বর হন, আমরাজের সহিত গৌড়াধিপতি ধৰ্ম্মের শক্ৰতা ছিল। শুরপাল প্রথমে আমরাজের সভায় ছিলেন, পরে ধম্মের সভায় গমন করেন। সেই সময়ে বাকৃপতি ধন্মের সভাপণ্ডিত ছিলেন। পূরপাল অবশেষে পুনৰ্ব্বার আমরাজার সভায় উপস্থিত হন, ইহার পর ধৰ্ম্ম ও আমরাজের মধ্যে মিত্রত স্থাপিত হয়। ৮৯০ সম্বতে বা ৭৫৬ শাকে মগধতীর্থে আমরাজের মৃত্যু ঘটে। তাহা হইলে ধৰ্ম্মপাল তাহার সমসাময়িক হওয়ায়, ইহার পূৰ্ব্বে ধৰ্ম্মপালের রাজত্বারম্ভ ও গৌড়বিজয়ের বিষয় স্বীকার করিতে হয় । যে সময়ে আমরাজের রাজত্বকাল দেখা যাইতেছে, সেই সময়ে চক্রায়ুধকে কানকুজে রাজত্ব করিতে দেখায় আমরাজকেই চক্রায়ুধ বলিয়া স্বীকার করা যাইতে পারে। প্রথমতঃ আমরাজ বা চক্রায়ুধের সহিত ধন্মের শক্রতা ছিল, পরে মিত্ৰত স্থাপিত হয়, এবং চক্রায়ুধ বা আমরাজ রাষ্ট্রকূটবংশীয় ইন্দ্ররাজকর্তৃক কান্তকুজচ্যুত হইলে ধৰ্ম্মপাল তাহাকে পরাস্ত করিয়া আমরাজ বা চক্রায়ুদ্ধকে উক্ত রাজ্য অর্পণ করেন।

  • বাবু নগেন্দ্রনাথ বহু উtহার বিশ্বকোযে লিখিত পালরাজবংশে আমিরাজের পুত্র পিতৃদ্বেী দন্দুককে ইন্দ্রায়ুধ বা ইন্দ্ররাজ বলিয়া স্থির করিয়াছেন।