পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रे মুর্শিদাবাদের ইতিহাস । বিশাল সাগর অতিক্রম করিয়া সুদূর ইউরোপখও পৰ্য্যন্ত বিস্তৃত হইয়াছিল, অধিক দিনের জন্ত তাহ এ জগতে স্থায়ী হইতে পারে নাই, শত বৎসরের মধ্যেই মুর্শিদাবাদের সমস্ত কীৰ্ত্তি ধীরে ধীরে ধরণী,পৃষ্ঠ হইতে মুছিয়া যায়। বাঙ্গল, বিহার, উড়িষ্যার শেষ মুসন্মান রাজধানী এক্ষণে একটা ভগ্নস্তুপ সমাধিক্ষেত্রের তায় তাহার প্রাচীন কথামাত্র স্মরণ করাইয়া দিতেছে । ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদের স্থান অতি উচ্চ। অষ্টাদশ শতাব্দীর সমগ্র ভারতবর্ষ ব্যাপিয়া যে বিরাট রাজনৈতিক বিপ্লবের অভিনয় সংঘটিত হইয়াছিল, মুর্শিদাবাদ তাহার একটা রঙ্গভূমি। এইখানে বাঙ্গলার মুসন্মান-স্বাধীনতার সমাধি হয়, এবং ষে মহীয়সী শক্তি আসমুদ্র হিমালয় পরিকম্পিত করিয়া কত নব নব লীলার অবতারণা করিয়াছে, সেই ব্রিটিশ রাজশক্তি মুর্শিদাবাদেই প্রথমে প্রস্ফরিত হইয় উঠে। মুর্শিদাবাদের সহিত বাঙ্গালীর জাতীয় উন্নতিরও ঘনিষ্ট সম্বন্ধ দেখা যায়। অষ্টাদশ শতাব্দীর ইতিহাসে বাঙ্গালীর উন্নতির যেরূপ চিহ্ন দৃষ্ট হয়, তাহাদের সমগ্র জাতীয় ইতিহাসের অল্প স্থানেই সেইরূপ চিহ্নের পরিচয় পাওয়া যায়। এই সকল কারণে মুর্শিদাবাদের বিবরণ ইতিহাসপাঠকের নিকট যারপরনাই আদরের সামগ্রী । মুর্শিদাবাদ অষ্টাদশ শতাব্দীর বাঙ্গলার শেষ রাজধানী, কাজেই মুর্শিদাবাদের ইতিহাস বলিলে অষ্টাদশ শতাব্দীর সমস্ত বাঙ্গলারই ইতিহাস বুঝিতে হয়। আমর সেই মুর্শিদাবাদের বা অষ্টাদশ শতাব্দীর বাঙ্গলার ইতিবৃত্ত যথাসাধ্য প্রদান করিতে চেষ্টা করিতেছি। দ্যায় ও সত্য আশ্রয় করিয়া নিরপেক্ষ বিচারে যাহা প্রকৃত ঐতিহাসিক তথ্য বলিয়া বিশ্বাস হইবে, তাহাই সাধারণের নিকট প্রকাশ করিতে যত্ন পাইব।।.