পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিক৷ ৷ ” 位 আফগানগণের আক্রমণে ও অবশেষে ব্রিটিশরাজশক্তির অমোঘ প্রভাবে তাহাদের সমস্ত পরাক্রম ও গৰ্ব্ব চূর্ণ বিচুর্ণ হইয়া যায়। এই সময়ে হায়দরাবাদ, কর্ণাট, মহীস্বর প্রভৃতি দক্ষিণাত্যের জনপদে ভিন্ন ভিন্ন স্বাধীন রাজা শাসনকাৰ্য্য পরিচালন করিতেছিলেন, কিন্তু তাহার ক্রমে হতবীৰ্য্য হওয়ায় মহারাষ্ট্ৰীয়গণের ও বৈদেশিক ইংরাজ, ফরাসীর শিকারের দ্রব্য হইয়া উঠেন। যে সময়ে মোগলরাজশক্তি ক্ষীণবল হইতেছিল, এবং মহারাষ্ট্রীয় প্রভূত আসমুদ্র হিমালয় পরিব্যাপ্ত হয়, সেই সময়ে ভারতে দুই ইউরোপীয় শক্তি পরস্পর পরস্পরকে অভিভূত করিবার জন্ত চেষ্টা করে। তাহার একটী ব্রিটিশশক্তি ও অপরটা ফরাসীশক্তি। দক্ষিণাত্যের নীলসাগরের তরঙ্গলহী বিক্ষোভিত করি এবং তাহার প্রধান প্রধান জনপদ বিকম্পিত করিয়া এই দুই শক্তির অমানুষী লীলা অবশেষে বাক্ষলার শুামল প্রাস্তরে বিস্তৃত হইয় পড়ে। প্রথমতঃ দক্ষিণাত্যের কোন কোন জনপদ আশ্রয় করিয়া এই দুই শক্তি আপনাদের অত্যাশ্চৰ্য্য রণক্রীড়ার অভিনয় দেখাইতে আরম্ভ করে, পরে ক্রমে ক্রমে ভারতের সমগ্র জাতিকে তাহারা চমকিত করিয়া তুলে। এই দুই শক্তির সংঘর্ষণে ভারতে অনেক নব নব রণলীলার অভিনয় সংঘটিত - হইয়াছিল। বহুদিন ধরিয়া পরস্পর সংস্কৃষ্ট হইয়া অবশেষে ইহাদের মধ্যে অপেক্ষাকৃত ক্ষীণতর ফরাসীশক্তি বিজয়িনী ব্রিটিশ শক্তির প্রভাবে অভিভূত হইয় পড়ে। ফরাসীশক্তিকে জলে হইতে থাকে। কর্ণাট, হায়দরাবাদ প্রভৃতি স্থানে অনেক অভাবনীয় ক্রীড়া প্রদর্শন করির সেই মহীয়সী ব্রিটিশশক্তি