পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ՀԳՓ ব্যাপারের প্রতি লক্ষ্য করিতে আরম্ভ করেন। যদিও সেই সময়ে দুৰ্দ্ধৰ্ষ আরঙ্গজেব দিল্লীর সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তথাপি হারাষ্ট্রীয় ও রাজপুতগণের সহিত অবিরত বিবাদে তিনি যেরূপ বিব্রত হইয়া পড়েন ও মোগল কৰ্ম্মচারিগণের কার্য্যশৈথিল্যে মোগল-সাম্রাজ্য যেরূপ অন্তঃসারশূন্ত হইতেছিল, তাহাতে আরঙ্গজেবের মৃত্যুর পর ভারতবর্ষে যে ঘোর রাজনৈতিক বিশৃঙ্খলা উপস্থিত হইবে, ইহা যে কোন ভবিষ্যদশী রাজনৈতিক পুরুষ হৃদয়ঙ্গম করিতে সক্ষম হইয়াছিলেন । সুতরাং আরঙ্গজেবের জীবিতকাল হইতে রাজনৈতিক ব্যাপারে সংস্থঃ হইতে পারিলে ভবিষ্যতে সে বিষয়ে যথেষ্ট প্রাধান্ত বিস্তৃত এবং ক্রমে ক্রমে ভারতে যে একটি স্বাধীন ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হইতে পরিবে, ইহা ইংরাজ কোম্পানী বুঝিতে পারিয়াছিলেন। অন্যান্য ইউরোপীয়গণের বিশেষতঃ ফরাসীগণের দৃষ্টি যে সেদিকে আকৃষ্ট না হইয়াছিল, এমন নহে, কিন্তু ইরাজের বাণিজ্যবিষয়ে শক্তিশালী হইয়া উঠায়, ও ইংলণ্ড হইতে রাজনৈতিক ব্যাপারে লক্ষ্য রাখার জন্ত উৎসাহিত হওয়ায়, এবং তাহাদের স্বাভাবিক চতুরতা, দৃঢ়প্রতিজ্ঞ ও অদম্য অধ্যবসায়ের জন্ত অন্যান্ত ইউরোপীয়গণ বাণিজ্যবিষয়ের ন্যায় রাজনৈতিক ব্যাপীরেও তাঁহাদের সমকক্ষ হইতে পারেন নাই । এই জন্য ইংরাজ কোম্পানীর শক্তি অন্যান্ত ইউরোপীয় বণিক কোম্পানীর শক্তিকে অতিক্রম করিয়া ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করিতে কৃতকাৰ্য্য ইয়াছিল। বাঙ্গলার রাজনৈতিক ব্যাপারে সংস্থষ্ট হওয়ায় ইষ্ট প্রথমতঃ তাহদের একটা সুদৃঢ় ও স্বরক্ষিত স্থানের খয়োজন হওয়ায় কলিকাতার প্রতিষ্ঠা হয় । বহুদিন পর্য্যন্ত