পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆbr\ు মুর্শিদাবাদের ইতিহাস। ৰ বাঙ্গলা পরিত্যাগ করিলে বাহাদুর র্থ তাহার প্রতিনি স্বরূপে শাসনকাৰ্য্য পরিচালন করিতেছিলেন। তৎকালে আরকানরাজের সহিত মোগলদিগের বিবাদ উপস্থিত হওয়ার সম্ভাবনায়, বাহাদুর সাহ ইংরাজদিগকে মোগলের সাহায্যের জন্য অনুরোধ করেন । ইতিমধ্যে কাপ্তেন হীর্থ মুত৷ নটির সমস্ত ইংরাজগণকে লইয়া চট্টগ্রামাভিমুখে অগ্রসর হন । পথিমধ্যে র্তাহারা বালেশ্বরে উপদ্রব করিতে ক্রটি করেন নাই। হীথ চট্টগ্রামে উপস্থিত হইয়া, আরাকানরাজকে ইংরাজদিগের সাহায্যের জন্য অনুরোধ করিলে, রাজ তাহার কোন উত্তর প্রদান না করায়, হীর্থ বিরক্ত হইয় গবর্ণর চার্ণক ও অন্যান্য সমস্ত ইংরাজ কৰ্ম্মচারিসহ বাঙ্গলা পরিত্যাগ করিয়া ১৭৮৮ খৃঃ অব্দের প্রথমেই মান্দ্রাজে উপস্থিত হন । আয়ার ও ব্রাডি বন্দী-স্বরূপে ঢাকায় অবস্থিতি করিতে থাকেন । সায়েস্তা খাঁর মৃত্যুর পর নবাব ইব্রাহিম খা বাঙ্গলার শাসন ইংরাজগণের পুনৰ্ব্বার কার্য্যের ভার গ্রহণ করেন। সেই সময়ে বাঙ্গালায় আগমন ও ইংরাজদিগের প্রতি বাদসাহের ক্রোধের কলিকাতার প্রতিষ্ঠা। শাস্তি হওয়ায়, সম্রাটের আদেশক্রমে ইব্রাহিম খাঁ মান্দ্রাজ হইতে পুনৰ্ব্বার বাঙ্গলায় উপস্থিত হওয়ার জন্ত ইংরাজদিগকে আহবান করিয়া পাঠান। তাহার পূৰ্ব্বে তিনি বন্দী ইংরাজ প্রতিনিধিদ্বয়কেও মুক্ত করিয়া দেন। চার্ণক নবাবের আহবানানুসারে বাঙ্গলায় আগমন করার । পূৰ্ব্বে বাদসাহের নিকট হইতে ইংরাজদিগের বাঙ্গলায় বাণিজ্য করার সনন্দপ্রাপ্তির জন্য নবাবকে অনুরোধ করেন। বাদসাহের নিকট হইতে সননা পাওয়ার বিলম্ব হওয়ার সম্ভাবনায়, ইব্রাহিম