পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩০ মুর্শিদাবাদের ইতিহাস । আবওয়াব এবং মাল লাখরাজ, জায়গীর প্রভৃতি জমীর তালিক, সীমাসম্বন্ধীয় কাগজপত্র ও আদায় অনাদায়ের হিসাব প্রস্তুত করিয়া প্রধান কাননগোর নিকট পাঠাইতেন। সরকারী রাজশ্বের রসীদাদি ও সমস্ত ভূমির সীমাসম্বন্ধীয় কাগজপত্র নায়েব কাননগোর নিকট থাকিত। এতদ্ব্যতীত প্রত্যেক স্থানের সদর কাছারী হইতে আগত সামান্ত ইজারদারদিগের রাজস্বের হিসাব ও অন্তান্ত অনেক কাগজপত্র তাহাকে রাখিতে হইত। প্রধান কাননগো নায়েব কাননগোকে তাহার কার্যের উপযোগী কাগজপত্র প্রদান করিতেন। নায়েব কাননগোকে অনেক বিষয়ে প্রধান কাননগোর সাহায্যও করিতে হইত এবং কাননগো-সেরেস্তার অনেক প্রধান প্রধান কাৰ্য্যে তিনি নিযুক্ত থাকিতেন । প্রধান কাননগো সকল বিষয়ে তত্ত্বাবধান করিতেন এবং প্রকৃত প্রস্তাবে তিনি রাজস্ববিষয়ে সৰ্ব্বেসৰ্ব্ব ছিলেন। যদিও পয়িশেষে রাজস্ব বিভাগের কর্তাস্বরূপ একজন দেওয়ান নিযুক্ত হওয়ায়, প্রধান কাননগোকে তাহার অধীন কৰ্ম্মচারী রূপে গণ্য হইতে হইয়াছিল, তথাপি রাজস্ব বিভাগের সমস্ত বিষয়ে প্রধান কাননগোকে তত্ত্বাবধান করিতে হইত বলিয়। তিনিই কাৰ্য্যতঃ উক্ত বিভাগের সৰ্ব্বেসৰ্ব্ব ছিলেন । দেওয়ন নামে মাত্র কৰ্ত্ত বলিয়া অভিহিত হইতেন । দেওয়ান ও প্রধান কাননগো বাদসাহের দরবার হইতে নিযুক্ত হইলেও সুবেদার বা নাজিমের সম্পূর্ণ অধীনে ছিলেন। এইরূপ বন্দোবস্তে রাজস্বের অনেক ক্ষতি হয় দেখিয়া এবং রাজনৈতিক গৃঢ় কারণের জছ নাজিমের ও প্রধান কাননগোর ক্ষমতাহ্রাসের কিছু প্রয়োজন হওয়ায়, বাদসাহ আরঙ্গজেব দুই জন প্রধান কাননগো নিযুক্ত