পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ@bー মুর্শিদাবাদের ইতিহাস । করিতেন । এই প্রকার উপঢৌকন ও খেলাতের বিনিময় অনেক দিন পর্য্যন্ত চলিয়াছিল। এইরূপে জমিদারী বন্দোবস্ত আরম্ভ করিয়া কুলী খাকে সাজাদা ফরথ সেরের সহিত কিছু কালের জন্ত দিল্লী গমন করিতে হয়। ফরথসের ও মুর্শিদকুলী দিল্লী গমন করিলে সেরবলন্দ প। বাঙ্গাল, বিহার ও উড়িষ্যার সমস্ত কাৰ্য্যপরিচালনে নিযুক্ত হন। মুর্শিদকুলীর অনুপস্থিতিতে আপনাদিগের কার্য্যেদ্ধারের জন্ত ইংরাজ কোম্পানী জন আয়ার ও প্যাটেলকে প্রতিনিধিস্বরূপে সেরবলন্দ খার নিকট প্রেরণ করেন । সেরবলন্দ প্রথমতঃ ইংরাজদিগের প্রতি অনুগ্রহ প্রদর্শন করিয়া এইরূপ আদেশ দেন যে,যত দিন পর্য্যন্ত কোম্পানী নূতন সনন্দ না পান, তত দিন পর্য্যন্ত তাহদের বাণিজ্য কাৰ্য্য পূৰ্ব্বের ন্তায় চলিতে থাকিবে। কিন্তু কিছুকাল পরে তিনি রাজমহলে ইংরাজদিগের মালের নৌকা আটক করার আদেশ দিয়া বসেন। কোম্পানী তাহাকে ২ হাজার টাকা মূল্যের উপহার দিয়া সন্তুষ্ট করার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু তাহাতেও সেরবলন সন্তুষ্ট হইলেন না। তিনি ৪৫ হাজার টাকার দাবী করিলেন ও বর্তমান দেওয়ান স্থায়ী হইলে, অথবা নূতন কেহ প্রেরিত হইলে, তিনি তাহার দ্বার সনন্দ দেওয়াইতে প্রতিশ্রত হন। ইংরাজের বিলম্ব করিলে, তিনি তাহদের বাণিজ্য একেবারে রুদ্ধ করিয়া দিবেন বলিয়াও ভয় প্রদর্শন করেন। মুর্শিদাবাদের ব্যবসায়ীদিগকে ডাকইয়া তাহারা কিরূপ মূল্যে ইংরাজদিগকে মালপত্ৰ দিয়াছে, তাহার অনুসন্ধানে প্রবৃত্ত হইবেন বলিয়াও প্রকাশ করা হয়। সেরবল* পরিশেষে এরূপ জ্ঞাপন করিলেন যে, সাজাদা ফরখাসের গত বৎসর সেরবলন্দ প{ ও কোম্পানী ।