পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। ১৭১২ খৃষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে লাহোর নগরে বাহাদুরসান্ত করলের ও প্রাণত্যাগ করিলে, দিল্লীতে পুনৰ্ব্বার গোলযোগ মুর্শিদকুলী। উপস্থিত হয়। র্তাহার পুত্ৰগণের মধ্যে সিংহসন লইয়া বিবাদ উপস্থিত হইলে, দ্বিতীয় পুত্ৰ আজিম ওখান জ্যেষ্ঠ মৈজুদীনের নিকট পরাজিত হইয়া কিরূপে নিহত হইয়াছিলেন, তা পূৰ্ব্বে বর্ণিত হইয়াছে। মৈজুদ্দীন পরিশেষে জাহান্দরসহ উপাধি ধারণ করিয়া দিল্লীর সিংহাসনে উপষ্টি হন। দেওয়ান মুর্শিদকুলী বা প্রথমে আজিম ওখানের মৃত্যু সংবাদ প্রকাশ করেন নাই। বাহাদুরসাহের মৃত্যুর পর তিনি আজিম ওখানকে বাদসহ স্বীকার করিয়া তাহার মুদ্রায় কি কথা অঙ্কিত হইবে, কৰ্ম্মচারী লহরীমালের দ্বার তাহা নগরে ঘোষণা করিয়া দেন, এবং কেহ আজিম ওখানের মৃত্যু সংবাদ লইয়া আলোচনা করিলে, তাহার প্রতি প্রাণদণ্ডের আদেশ দেওয়া হইবে বলিয়া প্রচার করেন। * কিন্তু প্রকৃত পক্ষে সে সময়ে আজিম ওখানের মৃত্যুই হইয়াছিল। ইহার পর জাহান্দরসহ সিংহাসনে উপবিষ্ট হইলে, তিমি তাঁহাকেই সম্রাট বলিয়া স্বীকার । আজিম ওখান বাঙ্গলা পরিত্যাগ করার সময় ফরথসেরকে ীির প্রতিনিধিস্বরূপ রাখিয়া যান। ফরথসের কয়েক বৎসর ঢাকায় অবস্থিতি করিয়া, বাহাদুরসাহের রাজ্যাভিযেকের s Wilson's Annals vol. II,