পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতরণিক। ] ૨& অধিকার করিলে সক্ষদর জঙ্গ মহারাষ্ট্রীয়দিগের সাহায্যে অবশেষে রোহিল্লাদিগকে পরাস্ত করেন। সফদর জঙ্গের পর স্বজা-উদ্দৌলা অযোধ্যার নবাব হন, তাহারও সহিত রোহিল্লাদিগের বিবাদ উপস্থিত হয়। মহারাষ্ট্রীয়গণ সম্রাট সাহ আলমের সৈন্তের সহিত যোগ দিয়া হাফেজ রহমৎকে পরাস্ত করায় হাফেজ সুজা-উদ্দৌলার শরণাপন্ন হন । সুজা-উদৌল রোহিল্লাদিগের পক্ষে ৪১ লক্ষ টাকার জামিন হওয়ায় মহারাষ্ট্ৰীয়ের রোহিলখও পরিত্যাগ করে । সেই টাকা রোহিল্লারা পরিশোধ করিতে ন পারায় সুজা-উদ্দৌলার সহিত অবশেষে তাহাদের বিবাদ উপস্থিত হইয়াছিল। মুজাউদ্দৌলা ইংরাজ গবর্ণর ওয়ারেন হেষ্টিংসের প্রেরিত সৈন্তের সাহায্যে ১৭৭৪ খৃষ্টাব্দে হাফেজ রহমংকে যুদ্ধে নিহত করিয়া রোহিলখণ্ড অধিকার করেন। ১৮০১ খৃষ্টাব্দে রোহিলখণ্ড ইংরাজাধিকার ভুক্ত হয়। অষ্টাদশ শতাব্দীতে পঞ্জীবের ভিন্ন ভিন্ন প্রদেশ ভিন্ন ভিক্স মোগলকৰ্ম্মচারীদ্বারা শাসিত হইত, লাহোর, মুলতান, প্রভৃতি স্থান বিভিন্ন শাসনকৰ্ত্তার অধীন ছিল। পঞ্জাব অনেকবার আফগানগণকর্তৃক আক্রান্ত হয়। এই সময়ে পঞ্জাবে এক নব বীরজাতির অভু্যদয় হইতেছিল। গুরু নানকের ধৰ্ম্মমতে দীক্ষিত হইয়া যাহারা শিখসম্প্রদায় নামে অভিহিত হয়, সেই ধৰ্ম্মপ্রাণ বীর জাতির কথাই উল্লিখিত হইতেছে । শিখগণ প্রথমে অত্যন্ত নিরীহপ্রকৃতি ছিল, কিন্তু মুসন্মানগণের অত্যাচারে তাহার অন্ত্র ধারণ করিতে বাধ্য হয় । অষ্টাদশ শতাব্দীতে তাহারা তাপমাদিগের অসামান্ত শৌর্ঘ্যের পরিচয় প্রদান করে, এবং অবশেষে উনবিংশ শতাব্দীতে অত্যন্ধুত

  • 霸i日1