পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ՀՆ মুর্শিদাবাদের ইতিহাস । বালেশ্বরের নিকটস্থ বালসী প্রভূতি কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পর२२ গণ লইয়া মস্কুরী কিসমতের স্বষ্টি হয়। মস্কুরী। মস্কুরী কিসমতে ৪ট মাত্র পরগণা ছিল । সেই জন্ত তাহার জমার পরিমাণও ২৫,২৮৫ টাকা মাত্র নির্দিষ্ট হয়। সুবা উড়িষ্যার অন্তর্গত সরকার জলেশ্বরে যে সকল হাবিলী Rరి বা খাস দরকারী পরগণা ছিল, সেই সমস্ত জলেশ্বর। বঙ্গরাজ্যের অন্তভুক্ত ও তাহার সহিত বীরকুল প্রভৃতি পরগণা যোগ করিয়া সরকার জলেশ্বর নামকরণ করা হয়। এই নূতন জলেশ্বরে ৭ট পরগণা, ও ৫৩,৯০১ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল। সুবর্ণরেখা নদী অতিক্রম করিয়া মুহেন্ত প্রভৃতি পরগণা লইয়া 令8 সরকার রমনার স্বষ্টি হয় । সরকার রমब्रमना । নায় ৩ট মাত্র পরগণা অন্তভুক্ত হইয়াছিল, এবং তাহার জমার পরিমাণ ২৩,২৭২ টাকা বন্দোবস্ত হয়। বন্দর জলেশ্বরের সমীপস্থ ভূভাগ হইতে নীলগিরি পর্বতশ্রেণীর ●: দক্ষিণ পাদদেশ পর্যন্ত প্রদেশ কিসমৎ বস্ত বস্ত । নামে অভিহিত হয়। কিসমৎ বস্তায় ৪টা মাত্র পরগণা ছিল ও তাহার জমার পরিমাণ ১২, ৪২২ টাকা । এই সরকার কয়ট উড়িষ্যার খারিজী ভূভাগ হইতে গঠিত হয়। বাঙ্গলার উত্তর-পূর্ব প্রান্তসীমায় যে সমস্ত ভূভাগ মোগল ఇఆ সাম্রাজ্যভুক্ত হইয়াছিল, তন্মধ্যে অধিকাংশ লইয় কোচবিহার। সরকার কোচবিহারের স্বষ্টি হয় । বর্তমান রঙ্গপুর প্রদেশের ও প্রাচীন ফকীরকুণ্ডী জমীদারীর অধিকাংশ