পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.8ՀԵ মুর্শিদাবাদের ইতিহাস । পরগণা ও ৩১,৪৫১ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল। এই কয়ট সরকার আসামরাজ্য হইতে মোগল সাম্রাজ্যভুক্ত হয়। ঢাকা বা জাহাঙ্গীরনগরের পূৰ্ব্বে যে সমস্ত ভূভাগ আরাকান -রাজ্যের অধীনস্থ ভূপাল মাণিক্যবংশীয় ত্রিপুরা צ9י উদয়পুর। রাজের রাজ্য হইতে বিচ্ছিন্ন করিয়া মোগল সাম্রাজ্যভুক্ত হয়, তাহ লইয়া সরকার উদয়পুরের গঠন হয়। সরকার উদয়পুর মোগলসাম্রাজ্যভুক্ত হইলেও নবাব সুজার্থার পূৰ্ব্ব পৰ্য্যন্ত মোগল সাম্রাজ্যের সম্পূর্ণ অধীন ছিল বলিয়া বোধ হয় না। সুজার্থার সময়ে ত্রিপুরা রাজ্য পুনরাক্রান্ত হওয়ায়, ত্রিপুরারাজ সম্পূর্ণরূপে মোগলের অধীনতা স্বীকার করেন। সরকার উদয়পুরে ৪ পরগণা ও ৯৯,৮৬০ টাকা জমা নির্দিষ্ট হইয়াছিল। সুন্দরবনের অনেক ভূভাগ জলমগ্ন থাকায় তাহ আবাদের ৩২ অনুপযুক্ত ছিল। যে সমস্ত ভূভাগ আবাদের মোরাখনি। উপযোগী হইতে পারিত, সেই সমস্ত ভূভাগে নীচ জাতিদিগকে সময়ে সময়ে বাস করাইয়া তাহা হইতে শস্তোৎপাদনের জন্ত সরকার মোরাদখানি বা জেরাদখানির সৃষ্টি হয় । মোরাদখানিতে ২ পরগণা ও ৮,৪৫৪ টাকা জমা বন্দোবস্ত হইয়াझिटा । উপরোক্ত সরকার কয়ট ভৌগলিক অবস্থানুসারে গঠিত হইয়াvEථ ছিল। কিন্তু নিমের দুই সরকার কেবল আদায়ী পেস্কস । আয় হইতে গঠিত হয়। বাঙ্গালার পশ্চিম সীমায় সরকার মাদারুণের প্রান্তসংলগ্ন বিষ্ণুপুর, পঞ্চকোট, চন্দ্রকোণ প্রভৃতি ঝারখণ্ড বা ছোট নাগপুরের আরণ্য ও পাৰ্ব্বত্য স্থানের রাজগণ পূৰ্ব্বে বিহাররাজের অধীন ছিলেন। সের সাহার