পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 8Q ○ নবাব মুর্শিদকুলী খাঁ যেরূপ বাঙ্গালার রাজস্ববিষয়ে বন্দোবস্ত করিয়াছিলেন, নাজিমী প্রাপ্ত হইয়া তিনি ইহার লৰাবের শাসনপ্রথা ও শাসনকার্য্যেও সেইরূপ মনোযোগ প্রদান দেশমধ্যে শাস্তিরক্ষী । করেন। কুলী খাঁ দেশশাসনের জন্ত অধিক সৈন্ত রক্ষা করা যুক্তিযুক্ত মনে করিতেন না, এই জন্য তিনি সৈনিক বিভাগের ব্যয় লাঘব করেন। তাহার সময়ে দুই সহস্ৰ অশ্বারোহী ও চারি সহস্র পদাতিক মাত্র ছিল। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, কুলী খ। বঙ্গরাজ্যকে যে ত্রয়োদশ চাকলায় বিভক্ত করেন, তাহার প্রত্যেক চাকলায় এক এক জন ফৌজদার নিযুক্ত হইয়াছিলেন । পূৰ্ব্বে ফৌজদারের সংখ্যা কিছু কম ছিল। এই ফৌজদারগণের প্রতিই শাসন কাৰ্য্যের ভার অর্পিত হয়। ফৌজদারদিগের অধীনে নগরে নগরে কোতোয়ালগণ ও প্রধান প্রধান গ্রামে থানাদারগণ শান্তিরক্ষায় নিযুক্ত হন। তদ্ভিন্ন জমীদারগণও আপন আপন জমীদারীতে শান্তিরক্ষার জন্য আদিষ্ট হইয়াছিলেন। কোতোয়াল ও থানাদার এবং জমীদারগণও কতক পরিমাণে বর্তমান সময়ের পুলীশের দ্যায় কাৰ্য্য করিতেন, এবং তাহদের হস্তে বিচার কাৰ্য্যেরও কিছু কিছু ভার অপিত হইয়াছিল। দেশ মধ্যে যে সমস্ত জমীদার বা অন্ত লোক লুঠপাটাদি করিত, নবাব তাহাদিগকে কঠোর শাস্তি প্রদান করিতেন। টুঙ্গী-স্বরূপপুরের জমীদার স্বজাত খ ও নেজাবৎ খাঁ। অন্ত জমীদারীর মধ্যে লুঠপাঠ করার ও সরকারে ৬০ হাজার টাকা BBBB BB DD g DDBBBBB DD BBS DDBBB BB BBD করেন। কিন্তু তাহ প্রকৃত নহে। শিবনারায়ণের ফাৰ্ম্মান হইতে জানিতে পার যায় যে, কুজ। উদ্দীনের সময়ে, তিনি বাদসাহের নিকট হইতে অৰ্দ্ধ হবার কাননগো পদের ফাৰ্ম্মান পাইয়াছিলেন। উক্ত ফাৰ্ম্মান অদ্যপি বঙ্গাধিকারী গণের নিকটে আছে।