পাতা:মৃচ্ছকটিক.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अक्क । ১২৩ গেছি—আমি এখনি গিয়ে নিয়ে আসি । বলদের নাকের দড়ির টানে যাবার জন্য অস্থির হয়েছে—আচ্ছা, এই গাড়িতে করেই যাই । বসং!—ওলো! আমার সাজ-সজ্জার জিনিস গুল নিয়ে আয়তো— এইবার সাজ-গোজ করে নি । গৃহের বাহিরে। বলদের গাড়ি চড়িয়া দাস স্থাবরকের প্রবেশ । স্থাবরক —রাজার শাল সংস্থানক আমাকে এই কথা বলেছিলেন “দেখ স্থাবরক ! গাড়ি নিয়ে “পুষ্প-করগুক” নামে পোড়া বাগানটাতে শীঘ্র এস”। আচ্ছ, এখন তবে সেইখানেই যাই।–চলরে বয়েল চল! (পরিক্রমণ ও অবলোকন করিয়া) গ্রামের গরুর গাড়ীতে পথটা একেবারে বন্ধ হয়ে গেছে—এখন কি করি ? ( সগৰ্ব্বে ) ওরে | সরে যারে সরে যা ! কি বলচি ?—কার গাড়ি ?—এটি রাজার শালা সংস্থানকের গাড়ী। শীঘ্র সরে যা বলুচি। (অবলোকন করিয়া) এ আবার কে ? জুয়ার আড্ডা থেকে জুয়ারী যেমন আড্ডাধারীকে দেখে পালায়, সেই রকম ও ব্যক্তিও আমাক হঠাৎ দেখে মুখ ঢেকে যে পালিয়ে গেল। না জানি এ লোকট। কে । কিন্তু আমার তা জেনে লাভ কি ? আমি এখন শীঘ্র স্থাকিয়ে যাই । এই ! এই ! গায়ের লোক ! তোরা সব সরে যা । কি বলচি ? একটু দাড়িয়ে চাকাটা ঠেলে দেব ? আরে! আমি রাজার শালা সংস্থানকের লোক—আমি তোর চাকা ঠেলে দেব ?—না না বেচারা একলা—কেউ সাহায্য করবার লোক নেই–আচ্ছা আমিই করচি। ততক্ষণ এই গাড়িটা চারুদত্ত মহাশয়ের বাগান- বাড়ির খিড়কির দরজায় রেখে দি । ( গাড়ি রাখিয়া ) এই আমি আসূচি। ( প্রস্থান )