দশম অঙ্ক । ২২৩ ফিরিয়া) ওরে! কে আছিস্ রে! সেই পাপী রাষ্ট্রর তালককে এখানে নিয়ে আয় । নেপথ্যে —যে আজ্ঞে | শর্বি —মহাশয় । রাজা আর্য্যক আপনার কাছে এই কথা নিবেদন করচেন যে, “আপনার গুণেই আমি এই রাজালাভ করেছি, অতএব এই রাজ্য আপনিই ভোগ করুন।” চারু —আমার গুণে রাজ্যলাভ করেছেন ? নেপথ্যে –ও রে রাষ্টয় শু্যালক ! আয় আয়, তোর রচারের ফল এখন ভোগ কর । পশ্চাদ্বাহু-বদ্ধ শকারকে লইয়া রক্ষীগণের প্রবেশ । শকার।--কি সৰ্ব্বনাশ ! বাধন-ছোঁড়া গাধার মত পলাইয়াগেমু কত দূর, ধরে আনলে আবার বেঁধে ঠিক্ যেন বজ্জাৎ কুকুব । ( চারিদিকে অবলোকন করিয়া ) একি ! চারিদিকেই যে পথ বন্ধ। আমি এখন নিরুপায়—এখন কার শরণাগত হই ?–আচ্ছ, ঐ বিপল্লের যিনি শরণাগত বৎসল ওঁরই কাছে যাই । চারুদত্ত মহাশয়! আমাকে রক্ষা করুন--রক্ষা করুন ! ( পদতলে পতন ) চারু —(অনুকম্পা সহকারে ) আহা ! ভয় নাই—ভয় নাই। শর্বি —( আবেগ-সহকারে ) আঃ ! চারদত্ত মহাশয়ের কাছে থেকে ওকে সরিয়ে দে না । (চারুদন্তের প্রত) এখন বলুন, এই পাপীকে কি শাস্তি দেওয়া যাবে ?
পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩৫
অবয়ব