পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२8 মৃচ্ছকটিক । সুদৃঢ় বন্ধনে ওরে সবলে টানিয়া খাওয়াব কি দেহ ওর কুকুরেরে দিয়া ? করিব কি এবে ওরে শূলে আরোপণ ? অথবা করাৎ দিয়া করিব কৰ্ত্তন ? চারু।–আমি যা বলা তাই কি করা হবে ? শর্বি —তার সন্দেহ কি ? শকার।–চারুদন্ত মহাশয় ! আমি আপনার শরণাগত, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। আপনার যোগ্য যা, তাই করুন—আমি আর এ কাজ কথন করব না । নেপথ্য হইতে পোরগণ –বধ কর, বধ, কর্—পাতকী এখনও কেন জীবিত আছে ? বসং।—( বধ্যমালা চারুদন্তের কণ্ঠ হইতে উঠাইয়া শকারের উপর নিঃক্ষেপ ) শকার –বসস্তসেনা !—রাগ কোরোনা—প্রসন্ন হও—আর আমি মারব না—আমাকে রক্ষা কর । শর্বি —ও রে । ওকে নিয়ে যা । চারুদন্ত মহাশয় ! আজ্ঞা করুন, এই পাপীর কি শাস্তি হবে ? চারু –মামি যা বলা তাই কি করা হবে ? শবি ।--তার সন্দেহ কি ? চারু —সতি ? শর্বি —সতি । চারু —তাই যদি হয়, শীঘ্র একে— শবি –বধ করা হোক ? চার --না না, ছেড়ে দেওয়া হোক ।