পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু রাজস্ব-উৎকল রাজ্য | $'ృ9 মধ্যে মতভেদ দৃষ্ট হয়। কানিংহাম সাহেব রোমক পণ্ডিত প্লিনীর ভারতীয় স্থান-সমূহের নির্দেশকালে বলিয়াছেন যে, প্রাচীন কলিঙ্গ-প্রাঙ্গা কলিঙ্গ অন্তরীপ হইতে দন্তপুর নগর পর্য্যন্ত বিস্তৃত ছিল। ঐ কলিঙ্গ অন্তরীপ বর্তমান করিঙ্গপত্তনের নিকট এবং দস্তুপুর নগর প্লিনীর মতে গঙ্গার মোহান হইতে ৫৭৪ মাইল দূরে অবস্থিত । বৰ্ত্তমান রাজমাহেন্দ্ৰী নগরের দূরত। গঙ্গার মোহানা হইতে গ্রায় ঐ পরিমাণ হইবে । এই কারণে কানিংহাম সাহেবের মতে রাজমাহেদ প্লনীর কথিত দন্তপুর নগর । তিনি প্রমাণ-স্বরূপ বলেন যে, বৰ্ত্তমান করিঙ্গপত্তন হইতে রাজমাহেন্দ্রী বা প্রাচীন দস্তপুরের দুরত্ব মাত্র ত্রি" মাইল । * ফারগুশন সাহেবের মতে এখনকার পুরী নগর প্রাচীন দপ্তপুর । পুরীতে জগন্নাথ-দেবের মন্দির যে বেদীবৎ স্থানের উপর নিৰ্ম্মিত, তাহার মতে উহা বৌদ্ধদিগের দহগবের গুণয় এবং উহার গঠন-প্রণালীও তদ্রুপ । তিনি বলেন, জগস্নাথ-দেবের সুপ্রসিদ্ধ মন্দিরটিই প্রাচীন দন্তমন্দির। হান্টার সাহেবও ঐ মতাবলম্বী। { আমাদের দেশীয় প্রত্নতত্ত্ববিদ ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র মহাশয় লিথিয়াছেন যে, কলিঙ্গ-নগরীতে প্রথম বুদ্ধ-দস্তু স্থাপিত হইয়াছিল, তৎপরে পিপলির নিকট একস্থানে মন্দির নিৰ্ম্মিত করিয়া তন্মধ্যে দস্তটি প্রতিষ্ঠিত করা হয়। তিনি সিদ্ধান্ত করিয়াছিলেন, মেদিনীপুর জেলার অন্তর্গত দাতন নামক স্থানটিই প্রাচীন দন্তপুর নগর। : প্রাচ্য-বিদ্যা-মহার্ণব নগেন্দ্রনাথ বসু মহাশয়ও ঐ কথাই বলিয়াছেন। তাহার মতে রাজমাহেঙ্গী বা পুরী দস্তুপুর হইতে পারে না। ৭ झतृभूङ्ग ब] झैाउन मभू8 । " • Ancient Geography of India, p. 518. # Hunter's Orissa. † Antiquitties of Orissa, vol. 1 1. pp. 106-107. শ বিশ্বকোষ-৮ম ভাগ-পূ: see । kr