পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ン8 মেদিনীপুরের ইতিহাস। দাঠ্যবংশের পূৰ্ব্বোক্ত বর্ণনা হইতে জানা যায় যে, বুদ্ধদন্ত তাম্রলিপ্ত বন্দর হইতে সিংহলে প্রেরিত হইয়াছিল। সে সময় পুরীও একটি সামুদ্রিক বন্দর ছিল । খৃষ্টীয় পঞ্চম শতাব্দীতে ফা-হিয়েন যখন পুরীতে আসেন, তখনও পুরী একটি বৃহৎ বন্দর । পুরী যদি দন্তপুর হইত, তাহা হইলে শিবগুহের জামাতা সেই স্থান হইতেই পোতারোহণ করিয়া সিংহল-যাত্রা করিতে পারিতেন, তাহাকে বহু-দূরবর্তী তাম্রলিপ্ত বন্দরে আসিতে হইত না। রাজমাহেন্দ্রী হইতে সিংহল-যাত্র। করিতে গেলেও তাম্রলিপ্ত অপেক্ষ পুরী-বন্দরই অনেক নিকটবৰ্ত্তী ছিল। দাতন হইতে তাম্রলিপ্তের দূরত্ব মাত্র পঞ্চাশ ষাট भाइँल; কিন্তু পুরীর দূরত্ব প্রায় তিন শত মাইল। রাজমাহেন্দ্রী আরও অনেক দুরে অবস্থিত। অধিকন্তু, দাতনের চতুষ্পার্থের অবস্থা পূর্বালোচন कद्विলেও উহার প্রাচীনত্ব সম্বন্ধে কোন সংশয় থাকে না । দাতন ও তন্নিকটবৰ্ত্তী স্থান-সমূহে পুষ্করিণ্যাদি খননকালে মৃত্তিকার নিয়ে প্রস্তরনির্মিত কূপ ও অট্টালিকাদির ভাবশিষ্ট যাহা পাওয়া যায়, তাহাই উহার প্রাচীনত্বের যথেষ্ট পরিচায়ক । * #াতনের নিকটবৰ্ত্তী সাতদৌল ও মোগলমারী গ্রামে রাজঘাট-রাস্ত নিৰ্ম্মাণ-কালে অনেক সুবৃহৎ অট্টালিকার ধ্বংসাবশিষ্ট নিদর্শন পাওয়া গিয়াছিল। ঐ সকল ইষ্টক ও প্রস্তরাদি দেখিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে, এক সময়ে তথায় একটি সমৃদ্ধি-সম্পন্ন নগর ছিল । কালবশে তৎসমুদায় করাল গ্রাসে নিপতিত হইয়াছে। ঐ স্থানের প্রাচীন ভূগর্ভ রীতিমত খনিত ও উদঘাটিত হইলে হয় ত অনেক প্রাচীন কীৰ্ত্তি-রাশি আবিষ্কৃত হইতে পারে। +

  • List of Ancientolonuments in Bengal, p. 30.

t “On the occasion of excavating earth to get out bricks and stones for the use of Rajghat Road under construction several mag