পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব i אכר כי উহার রাজস্ব অনেক বেশীই ধাৰ্য্য হইয়াছিল। শ্ৰীযুক্ত মনোমোহন চক্ৰবৰ্ত্তী মহাশয় বলেন, সম্ভবতঃ ঐ স্থানে একটি সুবৃহৎ বাজার থাকায় ঐ স্থানের আয়ও ঐরূপ বেশী ছিল । আমরা অনুমান করি, সেই জন্যই উহাকে একটি পৃথক মহাল বলিয়া গণ্য করা হইয়া থাকিবে। কিন্তু তথায় কোন পৃথক্ জমিদার ছিলেন, কি অন্ত উপায়ে রাজস্ব সংগ্রহ করা হফু, তাহ বলা যায় না। সম্রাট আকবরের রাজত্বকালে একজন সুবাদারের দ্বারাই বাঙ্গালা, বিহার ও উড়িষ্যা শাসিত হইতেছিল। কিন্তু সম্রাট জাহাঙ্গীরের রাজত্বসময়ে উড়িষ্ঠায় স্বতন্ত্র শাসনকৰ্ত্তা নিযুক্ত হন। ১৬২২ খৃষ্টাব্দে জাহাঙ্গীরের তৃতীয় পুত্র, উত্তরকালে সম্রাট সাজাহান নামে পরিচিত সাহাঙ্গাদা খোরামপিতার বিরুদ্ধে বিদ্রোহী হইয়া দাক্ষিণাত্য হইতে উত্তরাভিমুখে অগ্রসর হয়েন । তিনি উড়িষ্যা ও মেদিনীপুরের মধ্য দিয়া অগ্রসর হইলে উড়িষ্যার শাসনকৰ্ত্ত আহম্মদ বেগ র্গ পলাইয়া বৰ্দ্ধমানে আশ্রয় গ্রহণ করেন । বৰ্দ্ধমান অধিকৃত ও নবাব ইব্রাহিম খাকে নিবৃত্ত করিয়া সাহাজাদা বঙ্গবিজয় করিয়া দুই বৎসর বঙ্গাধিকারী ছিলেন। ১৬২৪ খৃষ্টাকে সম্রাটের সেনাদল এলাহাবাদের সন্নিকটে তাহাকে পরাজিত করিলে তিনি মেদিনীপুরের মধ্য দিয়া পুনরায় দাক্ষিণাত্যে পলায়ন করেন। * এই বিদ্রোহে পাঠান সামন্তরা এবং কয়েকজন হিন্দু রাজাও খোরামের সঙ্গে যোগ দিয়াছিলেন। তিনি যখন মেদিনীপুর জেলার মধ্য দিয়া গমন-করিতেছিলেন, সেই সময় নারায়ণগড়ের জমিদাশ্ন রাজা শ্যামবল্লভ এক রাত্রির মধ্যে র্তাহার গন্তব্যপথ প্রস্তুত -করিয়া দেন। পরবর্তিকালে তিনি ভারতসাম্রাজ্যে অভিষিক্ত হইলে ... • Bistrict Gazetteer—Midnapore—p. 27. মেদিনীপুরে সাজাহান ।