পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । ২৩৩, কোম্পানীর রাজত্বের প্রারম্ভে এই চাকলা বিভাগগুলিকে অবলম্বন করিয়াই এক একটি জেলা গঠিত করা হইয়ামেদনীপুর জেলার নদী ছিল। সুতরাং চাকলা বিভাগকেই জেলা বিভাগের মূল ভিত্তি বলা যাইতে পারে। তৎকালে হিজলী ও মেদিনীপুর দুইটি পৃথক জেলা ছিল। পরবত্তিকালে এই দুইটি জেলা এক হইয়া যায়। কিন্তু এই দুইটি জেলাই বাঙ্গাল ও উড়িষ্যার প্রান্তভাগে অবস্থিত থাকায় নানা কারণে ভিন্ন ভিন্ন সময়ে এই জেলা দুইটির প্রাস্তভাগ হইতে কোন কোন পরগণা নিকটবৰ্ত্তী অন্ত জেলায় নীত হইয়াছে, আবার কোন কোন পরগনা অন্ত জেলা হইতে এই জেলায় আনীতও হইয়াছে । সেই কারণে তখনকার পরগণা গুলির নাম ও সংখ্যার সহিত এখনকার পরগণাগুলির নাম ও সংখ্যায় অনৈক্য পরিলক্ষিত হয়। কোন কোন পরগণা আবার একাধিকবার আনীত ও স্থানান্তরিত হইয়াছেও দেখা যায়। সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা না করিয়া নিয়ে কয়েকটি বিশেষ পরিঞ্জেনের উল্লেখ করা হইল। ১৭৬৫ খৃষ্টাঙ্গ হইতে ১৭৬৭ খৃষ্টাব্দের মধ্যে চাকলা মেদিনীপুরের অন্তর্গত কামার্দাচোর, কিসমৎ কামার্গাচোর ও সাহাবন্দর পরগণা এবং চাকল হিজলীর অন্তর্গত পটাশপুর ও ভোগরাই পরগণা উড়িষ্যার মারহাট্টাদিগের অধিকারভুক্ত হয়। ১৭৬৭ হইতে ১৭৭• খৃষ্টাব্দের মধ্যে জঙ্গল-মহালের অন্তর্গত (১) বাহাদুরপুর, (২) বারাজিত, (৩) বেলাবেড়া, (৪) চিয়াড়, ( ৫ ) দিগপারই, (৬) দ্বিপাকিয়ারচাদ, (৭) জামবনী, (৮) জামিরাপাল, (৯) ঝাড়গ্রাম, ( ১৯ ) বাটিবনী ( ১১ ) কালরুই তস্পা, ( ১২ ) খেলাড় ময়াগ্রাম, (১৩) মল্লভূম ঘাটশিলা, (১৪) রামগড়,(১৫) রোহিণী, (১৬) শাকাকুল্য।