পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । ミも* বংশ” শীর্ষক অধ্যায়ে তাহার বিস্তারিত জীবনী জালোচিত হইবে। ১৮৮০ খৃষ্টাব্দ পর্য্যন্ত হিজলীর লবণ মহালের ইজারা তাহার হস্তে ছিল। তিনিই.হিজলীর শেষ লবণ ইজারদার। ১৭৮১ খৃষ্টাব্দে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ‘সন্ট ডিপার্টমেন্ট’ নামে একটি নিমক-বিভাগ প্রতিষ্টিত করেন। এতদ্বারা জমিদারদিগকে র্তাহাজের জমিদারির মধ্যে লবণ প্রস্তুত করিবার ক্ষমতা হইতে সম্পূর্ণরূপে বঞ্চিত করিয়া উহার ক্ষতিপূরণ স্বরূপ তাহাদিগকে একটি নির্দিষ্ট ‘মালিকানা’ দিবার বন্দোবস্ত হর। এতদ্ব্যতীত লবণ প্রস্তুত কার্য্যে তাহারা কোম্পানীর সাহায্য করবেন বলিয়া উৎপন্ন লবণের পরিমাণ অনুসারে র্তাহাদিগকে একটি মাসাহায়া দিবার ব্যবস্থাও হয়। প্রতি বৎসরই ঐ মাসাহারার পরিমাণ পরিবর্তিত হইতে থাকায় ১৭৯৪ খৃষ্টাব্দে একটি বাৎসরিক জমা ধাৰ্য্য করিয়া কোম্পানী জমিদারদিগের নিকট হইতে সমস্ত খালাড়ী বন্দোবস্ত করিয়া লইয়াছিলেন। কোম্পানীর দিয়ত খালাড়ী খাজান জমিদারদিগের প্রদত্ত রাজস্ব হইতে বাদ দেওয়া হয় । * নিমক-বিভাগ প্রতিষ্ঠিত হইলে হিজলী ও তমলুকে "সন্ট এজেণ্ট” উপাধিধারী দুই জন ইংরাজ কৰ্ম্মচারী নিযুক্ত হইয়াছিলেন। সন্ট এজেণ্টদিগকে লবণ ব্যবসায়ের তত্ত্বাবধারণ ব্যতীত তত্ত্বৎ স্থানের সামান্ত সামান্য ফৌজদারী মোকদ্দমার বিচার ও রাজস্ব সংক্রাস্ত কাৰ্য্যাদিও পরিচালনা করিতে হইত। টমাস কালভার্ট সাহেব ও আর্কডেকন সাহেব বথাক্রমে হিজলী ও তমলুকের প্রথম সন্ট এজেন্ট নিযুক্ত হইয়াছিলেন। ঐ সময় নিমক মহালের কাৰ্য্যে হিজলী প্রদেশে সপ্ট ডিপার্টমেন্ট বা লিমক-বিভাগ ।

  • District Gazetteer-Midnapore—pp. 128, 137-38.